CSK vs GT, IPL 2023 Final Live Score: রিজার্ভ ডেতে মেগা ফাইনাল, ধোনি নাকি হার্দিক কার হাতে উঠবে আইপিএল ট্রফি?


Updated on: Jan 01, 1970 | 5:30 AM

CSK vs GT, IPL 2023 Final Live Score: রিজার্ভ ডেতে মেগা ফাইনাল, ধোনি নাকি হার্দিক কার হাতে উঠবে আইপিএল ট্রফি?

আইপিএলের মেগা ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স

Image Credit source: Graphics – TV9Bangla

আমেদাবাদ : সুপার সানডে-তে আইপিএলের মেগা ফাইনাল হওয়ার কথা ছিল। বৃষ্টির সঙ্গে দুরন্ত লড়াই চলল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মাঠকর্মীদের। আইপিএলের ১৬তম সংস্করণের ফাইনালে মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স (Gujarat Titans)। কিন্তু মাঠের লড়াই দেখা সম্ভব হল না। রবিবার চ্যাম্পিয়ন হয়ে দাঁড়াল বৃষ্টিই। সন্ধে নাগাদ বৃষ্টি শুরু হওয়ার পরই জানিয়ে দেওয়া হয় কাট অফ টাইম। মাঝে এক বার বৃষ্টি ‘স্ট্র্যাটেজিক টাইম আউট নেয়’। ফলে আশা করা হচ্ছিল, পুরো ম্যাচই হতে পারে। ফের বৃষ্টি নামায় ওভার এবং আশা দুই কমতে থাকে। রাত পৌনে এগারোটা নাগাদ অনফিল্ডার আম্পায়ার রড টাকার ও নীতীন মেনন ফের পরিস্থিতি পর্যালোচনা করেন। টাকার জানান, বৃষ্টি কমলে অন্তত ১ঘণ্টা সময় লাগবে মাঠ রেডি করতে। ১১টার আগে বৃষ্টি থামার পর ফের আলোচনা করা হয়। সিদ্ধান্ত হয়, রিজার্ভ ডে-তেই হবে ফাইনাল। সোমবার সন্ধ্যায় একই সময়ে শুরু হবে ম্যাচ, যদি না বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। আজ, সোমবার সকাল ৯টা থেকে ফের TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স (CSK vs GT) ম্যাচের খুঁটিনাটি তথ্য।

LIVE Cricket Score & Updates

Leave a Reply