CSK vs GT, IPL 2023 : গুজরাট টাইটান্স টিমের ওপেনার ব্যাট করতে নেমে পরপর দু’বার আউট হতে হতে বাঁচেন।
Image Credit source: Twitter
আইপিএলের তিনটি ম্যাচে সেঞ্চুরি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সোমবার আইপিএলের ফাইনালে সকলের চোখ তাঁর উপর থাকবে, এতে সন্দেহ নেই। প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিলেন। আইপিএল ফাইনালে সেঞ্চুরি রয়েছে ঋদ্ধিমান সাহা ও শেন ওয়াটসনের। গুজরাট টাইটান্স টিমের তাঁরই সতীর্থর রেকর্ড ভাঙবেন গিল, এমনই আশা করেছিলেন দর্শকরা। কিন্তু ধোনির পরিকল্পনার ফাঁদে অসহায় গিল। গুজরাট টাইটান্স টিমের ওপেনার ব্যাট করতে নেমে পরপর দু’বার আউট হতে হতে বাঁচেন। প্রথমটি গুজরাটের ইনিংসের দ্বিতীয় ওভারে। শর্টস স্কোয়্যার লেগে শুভমনের ক্যাচ ফেলেন দীপক চাহার। সেইসময় তিন রানে ব্যাট করছিলেন গিল। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩০ রানে তাঁর ক্যাচ পড়েছিল। মিড অনে ক্যাচ ফেলেছিলেন টিম ডেভিড। তারপর মাত্র ৬০ বলে ১২৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শুভমন। এদিনও তেমনই কিছু হতে চলেছে? দর্শকদের ভাবনার মাঝেই ম্যাচের সপ্তম ওভারের দ্বিতীয় বলে ফের অল্পের জন্য বাঁচেন শুভমন। পাওয়ার প্লে শেষ হতেই রান আউট থেকে রক্ষা পান শুভমন। জাডেজা বল কালেক্ট করলে নিশ্চিত রান আউট ছিলেন শুভমন। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি টাইটান্স সমর্থকদের স্বস্তি। সপ্তম ওভারের শেষ বলে গিলকে ফেরান জাডেজা। গিলের উইকেট ভাঙতে ০.১২ সেকেন্ড সময় লেগেছে ধোনির! ফাইনাল ম্যাচে ৩৯ রানে ফিরলেন শুভমন গিল।
Lightning fast MSD! ⚡️ ⚡️
How about that for a glovework 👌 👌
Big breakthrough for @ChennaiIPL as @imjadeja strikes! 👍 👍#GT lose Shubman Gill.
Follow the match ▶️ https://t.co/WsYLvLrRhp #TATAIPL | #Final | #CSKvGT | @msdhoni pic.twitter.com/iaaPHQFNsy
— IndianPremierLeague (@IPL) May 29, 2023