CSK vs GT, IPL 2023 : দুরন্ত ছন্দে ছিলেন গুজরাট টাইটান্সের পেসার মোহিত শর্মা। কিন্তু শেষ ওভারের মাঝে ড্রিঙ্কস ও নেহরার বার্তা নিয়ে যান অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তারপরই নিজেকে হারিয়ে ফেললেন মোহিত।
Image Credit source: Twitter
কলকাতা: ক্রিজে চেন্নাই সুপার কিংসের দুই বিধ্বংসী ব্য়াটার শিবম দুবে ও রবীন্দ্র জাডেজা। তা সত্ত্বেও শেষ ওভারের প্রথম চার বলে গুজরাট টাইটান্স পেসার মোহিত শর্মা দিয়েছিলেন মাত্র ৩ রান। তার মধ্যে তিনটি দুর্দান্ত ইয়র্কার। চেন্নাই সুপার কিংস শিবিরে প্রবল চাপ। এদিকে মোহিতের ছন্দ ও ভরপুর আত্মবিশ্বাসে এগিয়ে গুজরাট টাইটান্স। অথচ ওভারের মাঝেই দলের পেসারের ছন্দ ভেঙে দিলেন খোদ ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া এবং কোচ আশিস নেহরা। প্রথম চার বলের পর মোহিতের জন্য ড্রিঙ্কস ও বার্তা পাঠান নেহরা। অধিনায়ক হার্দিক পান্ডিয়া মোহিতের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। তারপর যে শেষ দুটি বল করেন মোহিত, দুটিতেই লেন্থ মিস। ওই দুটি বল ২০২৩ আইপিএলের ভাগ্য গড়ে দিয়েছে। এতেই গুজরাট টাইটান্স ম্যানেজমেন্টের উপর রেগে খাপ্পা ক্রিকেট সমর্থক থেকে বিশেষজ্ঞরা। তাঁদের প্রশ্ন, কী এমন হল যে ওভারের মধ্যে ড্রিঙ্কস আনা হল? সঞ্জয় মঞ্জরেকর, টম মুডিদের অভিযোগ, এসব করে মোহিতের ছন্দ পুরোপুরি নষ্ট দেওয়া হয়। অনেকে গুজরাটের হারের পিছনে ম্যানেজমেন্টকেই দায়ী করেছেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…