IPL 2023 : হেরেও কোটি কোটি টাকা হার্দিকদের পকেটে; আইপিএলে কে, কী এবং কত টাকার পুরস্কার পেলেন?


CSK vs GT, IPL 2023 : দুই মাস ধরে দর্শকদের এই ভরপুর বিনোদন দেওয়ার পর পুরস্কারের ঝুলিটাও উপুড় করে দিয়েছে আইপিএল। মোট ৪৬.৫০ কোটি টাকার পুরস্কার।

Image Credit source: Twitter

কলকাতা: ২০২৩ আইপিএলটাই কী টুর্নামেন্টের ১৫ বছরের ইতিহাসের সবচেয়ে সেরা? অনেকেই সায় দিচ্ছেন। সদ্য সমাপ্ত ১৬তম আইপিএল বিনোদনের দিক থেকে সেরা। কী ছিল না এই মরসুমে। মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আবেগের বিস্ফোরণ, একটা দলের পরপর দু’বার ফাইনালে ওঠা, যশস্বী জয়সওয়ালের মতো প্রতিভার বিচ্ছুরণ, রিঙ্কু সিংয়ের ছয় ছক্কার বিনোদন, বিরাটের দুরন্ত ফর্ম, মোহিত শর্মা নামক এক হারিয়ে যাওয়া তারার খোঁজ, সাই সুদর্শন, তিলক ভার্মা, মাথিশা পাথিরানা, আকাশ মাধওয়ালদের মতো তরুণদের উত্থান এবং দেশকে শুভমন গিলের মতো সুপারস্টার উপহার দেওয়া। সবচেয়ে অভিনব এ বারের ফাইনাল। সাড়ে তিন ঘণ্টার ম্যাচ গড়িয়েছে তিন দিনে। বৃষ্টি বাদলায় বিঘ্নিত ম্যাচের নিষ্পত্তি হয়েছে শেষ বলের থ্রিলারে। শুরু থেকে শেষ পর্যন্ত ভরপুর বিনোদন ও বিতর্কে মোড়া একটি মরসুমের সমাপ্তি ঘটেছে সোমবার রাতে।

দুই মাস ধরে দর্শকদের এই ভরপুর বিনোদন দেওয়ার পর পুরস্কারের ঝুলিটাও উপুড় করে দিয়েছে আইপিএল। মোট ৪৬.৫০ কোটি টাকার পুরস্কার। তার মধ্যে পঞ্চম বার আইপিএল জয়ী মহেন্দ্র সিং ধোনির দল পেয়েছে ২০ কোটি টাকা। রানার্স টিম গুজরাট টাইটান্স পেয়েছে ১২.৫ কোটি টাকার চেক। এছাড়াও রয়েছে একঝাঁক ব্যক্তিগত পুরস্কার। নীচে রইল তালিকা।

১. শুভমন গিল (৮৯০ রান): অরেঞ্জ ক্যাপ :

২. মহম্মদ সামি : (২৮ উইকেট) : পার্পল ক্যাপ

৩. ফেয়ার প্লে অব দ্য সিজন : দিল্লি ক্যাপিটালস

৪. রশিদ খান : ক্যাচ অব দ্য সিজন

৫. ফাফ ডুপ্লেসি : টুর্নামেন্টের দীর্ঘ ছয় (১১৫মিটার)

৬. শুভমন গিল : সবচেয়ে বেশি চার (৮৪)

৭. শুভমন গিল : মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সিজন

৮. শুভমন গিল : গেমচেঞ্জার অব দ্য সিজন

৯. গ্লেন ম্যাক্সওয়েল : সুপার স্ট্রাইকার অব দ্য সিজন

১০. যশস্বী জয়সওয়াল : ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার

Leave a Reply