CSK, IPL 2023 : হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সকে হারিয়ে সদ্য ১৬তম আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নিয়ে তিরুপতি বালাজি মন্দিরে (Tirupati Balaji Temple) বিশেষ পুজো দিল সিএসকে।
Image Credit source: Twitter
চেন্নাই : মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ঘরের পঞ্চম আইপিএল (IPL) ট্রফি এসেছে। আইপিএল ট্রফি সংখ্যার দিক থেকে মুম্বই ইন্ডিয়ান্সকে ছুঁয়ে ফেলেছে সিএসকে। হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নিয়ে চেন্নাইয়ে ফিরে সিএসকে কর্তৃপক্ষ পৌঁছে যায় তিরুপতি বালাজি মন্দিরে (Tirupati Balaji Temple)। সেখানে আইপিএল ট্রফির বিশেষ পুজো দিয়েছে সিএসকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। আগামী মরসুমের আইপিএলে আর মাহিকে খেলতে দেখা যাবে কিনা, তার উত্তর এখনও পায়নি ধোনি প্রেমীরা। যাই হোক না কেন চ্যাম্পিয়ন ট্রফি যেন চেন্নাই শিবিরেই থাকে, এই মনস্কামনা নিয়েই হয়তো তিরুপতির স্মরণে গেল সিএসকে শিবির। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
Special pooja for the #IPL2023 trophy won by #CSK at TTD temple, T.Nagar in #Chennai pic.twitter.com/4XR1pxqcYV
— Ajay Srinivasan (@Ajaychairman) May 30, 2023
বিস্তারিত আসছে…