Rohit Sharma : আর কয়েকদিন পরেই শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final)। আইসিসির (ICC) পক্ষ থেকে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার অনুশীলনের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যে ভিডিয়োতে দেখা গিয়েছে নেটে জমিয়ে অনুশীলন করছেন হিটম্যান।
Image Credit source: BCCI Twitter
লন্ডন : ক্রিকেট প্রেমীরা গত ২ মাস ধরে উপভোগ করেছে ভারতের কোটিপতি লিগ। ২৯ মে তা শেষ হয়েছে। ১৬তম আইপিএল (IPL 2023) চ্যাম্পিয়ন হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) জন্য অপেক্ষা করছে ক্রিকেট প্রেমীরা। টিম ইন্ডিয়ার সামনে বিরাট পরীক্ষা। আর ৬দিন পর শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া মহারণ। লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হবে রোহিত শর্মার ভারত ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। সদ্য শেষ হওয়া আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ছন্দে ছিলেন না। সেই ছন্দ ফিরে পাওয়ার জন্য কোনও কসুর রাখছেন না রোহিত। এ বার জাতীয় দলের গুরুদায়িত্ব পালনের জন্য জোরকদমে অনুশীলন শুরু করে দিলেন তিনি। আইসিসির পক্ষ থেকে সদ্য এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য লন্ডনে নেটে অনুশীলন করছেন রোহিত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…