ঠিক সিনেমার মতো… সেলফি তুলতে চাওয়া ফ্যানের সঙ্গে বাগদান সারলেন টেনিস তারকা গার্বিন মুগুরুজা


Tennis Player Love Story : কখন কোথায় কে কার প্রেমে পড়বে তা কেউ জানে না। যেমন – এক ‘স্ট্রিট বয়’ এক প্রেমে পড়ে গিয়েছিলেন উইম্বলডন জয়ী এক টেনিস প্লেয়ার।

Garbine Muguruza : ঠিক সিনেমার মতো… সেলফি তুলতে চাওয়া ফ্যানের সঙ্গে বাগদান সারলেন টেনিস তারকা গার্বিন মুগুরুজা

নয়াদিল্লি : প্রথম দেখাতেই প্রেম… পরবর্তীতে সেই সম্পর্ক গড়ায় বিয়ের পিঁড়ি অবধি। এই দু’টো লাইন পড়ে মনে হতেই পারে এ কোনও সিনেমার স্ক্রিপ্ট। কিন্তু না… এটা বাস্তবে হয়েছে। তাও আবার এক জনপ্রিয় টেনিস তারকার সঙ্গে। কখন কোথায় কে কার প্রেমে পড়বে তা কেউ জানে না। যেমন – এক ‘স্ট্রিট বয়’ এক প্রেমে পড়ে গিয়েছিলেন উইম্বলডন জয়ী এক টেনিস (Tennis) প্লেয়ার। রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক মানুষের সঙ্গেই দেখা হয়। তেমনই ২০২১ সালে গার্বিন মুগুরুজার (Garbine Muguruza) সঙ্গে দেখা হয়েছিল এক ব্যক্তির। সেলফি তুলতে চেয়ে তিনি মুগুরুজার কাছে এসেছিলেন। সেলফি তোলার পর আসন্ন টুর্নামেন্টের জন্য শুভেচ্ছা জানিয়ে চলে যান সেই ব্যক্তি। কিন্তু মুগুরুজা ততক্ষণে ওই ব্যক্তিকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলেন। সম্প্রতি মুগুরুজা ও ওই ব্যাক্তির বাগদান হয়েছিলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এক সাক্ষাৎকারে স্প্যানিশ টেনিস তারকা মুগুরুজা বলেন, ‘সালটা ২০২১। যুক্তরাষ্ট্র ওপেন খেলতে আমি আমেরিকায় গিয়েছিলাম। আমার হোটেল সেন্ট্রাল পার্কের কাছেই ছিল। একদিন বিকেলে পাশের পার্কে হাঁটতে বেরিয়েছিলাম। আসলে হোটেল থেকে বেরিয়ে রাস্তায় আমি ওর (আর্থারের) পাশাপাশি হাঁটছিলাম। একসময় হঠাৎ ও ঘুরে তাকায় এবং সেখানেই প্রথমে আমার সঙ্গে সেলফি তুলতে চায় আর্থার। তারপর ও বলে ইউএস ওপেনের জন্য শুভকামনা রইল। ওকে প্রথম বার দেখেই আমার মনে হয়েছিল যে, দারুণ হ্যান্ডসম তো।’

মুগুরুজা জানান, এরপর সেন্ট্রাল পার্কে হাঁটতে বেরিয়ে একাধিকবার দু’জনের দেখা হয়েছিল। ধীরে ধীরে তাঁদের সম্পর্ক গাঢ় হয় ক্রমশ। পরবর্তীতে আর্থার বোর্হেস বিয়ের প্রস্তাব দেন মুগুরুজাকে। সেই গল্প বলতে গিয়ে মুগুরুজা বলেন, ‘ও যখন আমাকে প্রপোজ করেছিল আমার অদ্ভুত লাগছিল। আমি অন্য কিছু ভাবছিলাম এবং ও হঠাৎ আমাকে প্রোপোজ করে। আমি সেই সময় কেঁদে ফেলি। ভেবে পাচ্ছিলাম না কীভাবে প্রতিক্রিয়া জানাব। তবে কাঁদতে কাঁদতেই হ্যাঁ বলি ওকে। তবে এটা মানতে হবে দারুণ রোমান্টিক মুহূর্ত ছিল সেটি।’ দিনকয়েক আগে গার্বিন মুগুরুজা ও আর্থার বোর্হেসের বাগদান হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁরা এই খুশির খবর জানিয়েছেন।



Leave a Reply