Virat Kohli-Anushka Sharma : শনিবার বিকেলে ম্যাঞ্চেস্টার ডার্বিতে (Manchester Derby) মাতবে সারা ইংল্যান্ড। সব পথ কাল মিশে যাবে ওয়েম্বলিতে। ঘটনা হল, শনি-বিকেলে বিরাট কোহলিও ছুটবেন ওয়েম্বলির উদ্দেশে। তাঁর জন্য বুক করা থাকছে ওয়েম্বলির বিশেষ বক্স। যেখানে, শ্রীমতী বিরাট কোহলি হবেন তাঁর সঙ্গী।
বিলেতে জমজমাট ম্যাঞ্চেস্টার ডার্বি, সস্ত্রীক নিমন্ত্রণ বিরাটকে
লন্ডন : ইংল্যান্ডে এখন তিনটে আলোচনা। এক, পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি কি প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতবে? দুই, এফএ কাপের ঠিকানা কি এতিহাদ স্টেডিয়াম হতে চলেছে? নাকি, এরিক টেন হ্যাগের প্রথম ট্রফি-সোহাগ হবে? আর তিন? ওভালে তেরঙ্গা উড়বে? নাকি, অজি আগ্রাসনে ভেঙে চুরে যাবে রোহিতের সুখের সংসার? ক্রিকেট চর্চায় বিরাট রয়েছেন, খুব স্বাভাবিক ভাবেই। আশ্চর্যের হল, ফুটবল মহলেও এখন আলোচিত হচ্ছে বিরাট কোহলির নাম। শনিবার বিকেলে ম্যাঞ্চেস্টার ডার্বিতে (Manchester Derby) মাতবে সারা ইংল্যান্ড। সব পথ কাল মিশে যাবে ওয়েম্বলিতে। ঘটনা হল, শনি-বিকেলে বিরাট কোহলিও (Virat Kohli) ছুটবেন ওয়েম্বলির উদ্দেশে। তাঁর জন্য বুক করা থাকছে ওয়েম্বলির বিশেষ বক্স। যেখানে, শ্রীমতী বিরাট কোহলি হবেন তাঁর সঙ্গী। ম্যাঞ্চেস্টার ডার্বি দেখার জন্য তাঁকে সস্ত্রীক নিমন্ত্রণ জানানো হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
Virat Kohli and Anushka Sharma will attend the FA Cup Final match between Manchester City and Manchester United.
Invitation was sent by Manchester City and Puma. pic.twitter.com/dxOw3GpgM3
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 2, 2023
বিস্তারিত আসছে…