ভারত-অস্ট্রেলিয়ার মহারণের আগে ছবিতে দেখুন দুই দলের স্মরণীয় কিছু টেস্ট


TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Jun 03, 2023 | 9:00 AM

WTC Final 2023 : ফের এক বার সম্মুখসমরে ভারত-অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। আর ৩দিন পর শুরু হবে বিশ্ব টেস্ট ফাইনাল। গত বার অল্পের জন্য খেতাব মুঠোয় ভরতে পারেনি ভারতীয় দল। এ বার আর কোনও ভুল করতে চান না বিরাট কোহলি-রোহিত শর্মারা। ৭ জুন শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মহারণ। তার আগে ছবিতে দেখুন দুই দলের স্মরণীয় কিছু টেস্ট।

Jun 03, 2023 | 9:00 AM

৭ জুন ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final)। মুখোমুখি রোহিত শর্মার ভারত (India) ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া (Australia)। তার জন্য দুই দলই জোরকদমে অনুশীলন করছে। (ছবি-বিসিসিআই টুইটার)

৭ জুন ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final)। মুখোমুখি রোহিত শর্মার ভারত (India) ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া (Australia)। তার জন্য দুই দলই জোরকদমে অনুশীলন করছে। (ছবি-বিসিসিআই টুইটার)

 আইপিএলের আগে ভারত সফরে এসেছিল অজি দল। ভারত থেকে হেরে দেশে ফিরতে হয়েছিল ক্যাঙ্গারুদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতে ২-১ ব্যবধানে জিতেছিল ভারত। (ছবি-বিসিসিআই টুইটার)

আইপিএলের আগে ভারত সফরে এসেছিল অজি দল। ভারত থেকে হেরে দেশে ফিরতে হয়েছিল ক্যাঙ্গারুদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতে ২-১ ব্যবধানে জিতেছিল ভারত। (ছবি-বিসিসিআই টুইটার)

ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia) এই দুই দল ২২ গজে মুখোমুখি হলে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। এক ঝলকে ছবিতে দেখুন দুই দলের সেরা কিছু লড়াই। (ছবি-বিসিসিআই টুইটার)

ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia) এই দুই দল ২২ গজে মুখোমুখি হলে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। এক ঝলকে ছবিতে দেখুন দুই দলের সেরা কিছু লড়াই। (ছবি-বিসিসিআই টুইটার)

ভারত বনাম অস্ট্রেলিয়া, ২০০১ - এই দুই দল যখনই ২২ গজে মুখোমুখি হয়েছে ক্রিকেট প্রেমীরা দারুণ ম্যাচের সাক্ষী থেকেছে। ২০০১ সালের কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম ইনিংসে ১৭১ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের জুটিতে ভর করে ১৭১ রানের বিরাট ব্যবধানে জিতেছিল ভারতীয় দল। (ছবি-টুইটার)

ভারত বনাম অস্ট্রেলিয়া, ২০০১ – এই দুই দল যখনই ২২ গজে মুখোমুখি হয়েছে ক্রিকেট প্রেমীরা দারুণ ম্যাচের সাক্ষী থেকেছে। ২০০১ সালের কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম ইনিংসে ১৭১ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের জুটিতে ভর করে ১৭১ রানের বিরাট ব্যবধানে জিতেছিল ভারতীয় দল। (ছবি-টুইটার)

ভারত বনাম অস্ট্রেলিয়া, ২০১০ - ১৩ বছর আগে মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া টেস্টে রুদ্ধশ্বাস জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। এসেছিল দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে টার্গেট ছিল ২১৬ রানের। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। শেষ অবধি প্রজ্ঞান ওঝা ও ইশান্ত শর্মার সঙ্গে জুটি বেঁধে ভারতকে জেতান ভিভিএস লক্ষ্মণ।  (ছবি-টুইটার)

ভারত বনাম অস্ট্রেলিয়া, ২০১০ – ১৩ বছর আগে মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া টেস্টে রুদ্ধশ্বাস জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। এসেছিল দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে টার্গেট ছিল ২১৬ রানের। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। শেষ অবধি প্রজ্ঞান ওঝা ও ইশান্ত শর্মার সঙ্গে জুটি বেঁধে ভারতকে জেতান ভিভিএস লক্ষ্মণ। (ছবি-টুইটার)

ভারত বনাম অস্ট্রেলিয়া, ২০০৮ - পারথে ২০০৮ সালে অজিদের বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল ভারত। তৃতীয় ম্যাচে পারথে ৭২ রানে জিতেছিল ভারত। পারথকে বলা হয়ে থাকে পেসারদের স্বর্গ। সেখানে গিয়ে এশিয়ার কোনও দেশের পক্ষে জেতা বেশ কঠিন ছিল। অনিল কুম্বলের ভারত সে বার পারথে জিতে দেখিয়ে দিয়েছিল সেই দলটা কী করতে পারে। (ছবি-টুইটার)

ভারত বনাম অস্ট্রেলিয়া, ২০০৮ – পারথে ২০০৮ সালে অজিদের বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল ভারত। তৃতীয় ম্যাচে পারথে ৭২ রানে জিতেছিল ভারত। পারথকে বলা হয়ে থাকে পেসারদের স্বর্গ। সেখানে গিয়ে এশিয়ার কোনও দেশের পক্ষে জেতা বেশ কঠিন ছিল। অনিল কুম্বলের ভারত সে বার পারথে জিতে দেখিয়ে দিয়েছিল সেই দলটা কী করতে পারে। (ছবি-টুইটার)

ভারত বনাম অস্ট্রেলিয়া, ২০২০ - ভারতীয় দল যদি কোনও টেস্ট ম্যাচের ফলাফল চিরকালের জন্য ভুলে যেতে চায়, তা হলে সেটা হবে ২০২০ সালের ডিসেম্বরের অ্যাডিলেড টেস্ট। সে বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে ৩৬ রানে অলআউট হওয়ার লজ্জার নজির গড়েছিল বিরাট কোহলির ভারত। (ছবি-টুইটার)

ভারত বনাম অস্ট্রেলিয়া, ২০২০ – ভারতীয় দল যদি কোনও টেস্ট ম্যাচের ফলাফল চিরকালের জন্য ভুলে যেতে চায়, তা হলে সেটা হবে ২০২০ সালের ডিসেম্বরের অ্যাডিলেড টেস্ট। সে বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে ৩৬ রানে অলআউট হওয়ার লজ্জার নজির গড়েছিল বিরাট কোহলির ভারত। (ছবি-টুইটার)

ভারত বনাম অস্ট্রেলিয়া, ২০২১ - ২০২০ সালের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে গিয়ে অ্যাডিলেডে গোলাপি বলে টেস্টে ৩৬ রানে অলআউটের লজ্জার নজির গড়ার পর ব্রিসবেনে দাপট দেখিয়ে জিতেছিল ভারত। ঋষভ পন্থের ৮৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে সিরিজের চতুর্থ টেস্ট জেতে ভারত। সেই সঙ্গে ৪ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ভারত। (ছবি-টুইটার)

ভারত বনাম অস্ট্রেলিয়া, ২০২১ – ২০২০ সালের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে গিয়ে অ্যাডিলেডে গোলাপি বলে টেস্টে ৩৬ রানে অলআউটের লজ্জার নজির গড়ার পর ব্রিসবেনে দাপট দেখিয়ে জিতেছিল ভারত। ঋষভ পন্থের ৮৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে সিরিজের চতুর্থ টেস্ট জেতে ভারত। সেই সঙ্গে ৪ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ভারত। (ছবি-টুইটার)


Most Read Stories

Leave a Reply