MS Dhoni after Knee Surgery : ১ জুন মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে মহেন্দ্র সিং ধোনির হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পর ধোনি কেমন আছেন, তা জানতে উদগ্রীব ছিলেন মাহির অনুরাগীরা। এ বার অস্ত্রোপচারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মাহি।
Image Credit source: Twitter
মুম্বই : এ যেন ঠিক রোলার কোস্টার রাইড। এক সপ্তাহে কত কিছু যে বদলে যায়! সপ্তাহ কেন? এক দিনেই তো কত কিছু বদলে যায়। গত এক সপ্তাহের মধ্যে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) জীবনও অনেক বদলে গিয়েছে। আইপিএল (IPL) পর্ব শেষ। সপ্তাহ ঘুরে আজ ফের একটা রবিবার। সপ্তাহখানেক আগে (২৮ মে) এমন একটা রবিবারেই চেন্নাই সুপার কিংসকে পঞ্চম বার আইপিএল চ্যাম্পিয়ন বানানোর জন্য মাঠে নেমেছিলেন মাহি। সেদিন আমেদাবাদে বৃষ্টির কারণে চেন্নাই-গুজরাট (CSK vs GT) ফাইনাল ম্যাচ হয়নি। ফাইনাল গড়িয়েছিল রিজার্ভ ডে-তে। বৃষ্টি ফাইনালের নির্ধারিত দিন ও রিজার্ভ ডেতে বাধা দিলেও চেন্নাইকে ট্রফি জয় থেকে আটকাতে পারেনি। মে মাসের শেষ আর জুনের শুরুর সপ্তাহটা দারুণ কাটল ধোনির। সিএসকে শিবিরে পঞ্চম বার আইপিএল ট্রফি পৌঁছে দেওয়র পর হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন মাহি। তাঁর সফল অস্ত্রোপচারের খবর ধোনি ভক্তদের স্বস্তি দিয়েছে। তাও অস্ত্রোপচারের পর ধোনি কেমন আছেন, তা জানতে উদগ্রীব ছিলেন মাহির অনুরাগীরা। এ বার অস্ত্রোপচারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মাহি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
হাঁটুর চোট ১৬তম আইপিএলে বেশ ভুগিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। তাই আইপিএল শেষ হয়ে যাওয়ার পর আর কোনও ঝুঁকি নেননি মাহি। দিনতিনেক আগে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচার করান ধোনি। বিখ্যাত স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর দীনেশ পারদিওয়ালার তত্ত্বাবধানে রয়েছেন মাহি। ডক্টর পারদিওয়ালা এর আগে ঋষভ পন্থ, নীরজ চোপড়ার চিকিৎসা করেছেন।