আইপিএল যত নষ্টের গোড়া! ডব্লিউটিসি ফাইনালের আগে হঠাৎই কোটিপতি লিগকে নিশানা কামিন্সের


IPL : ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আইপিএলের কথা শোনা গেল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের মুখে।

Image Credit source: Twitter

কলকাতা: ভারতের বিরুদ্ধে ৭ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023) খেলবে অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটের মহারণের আগে অজি অধিনায়ক প্যাট কামিন্সের মুখে আইপিএলের কথা। দিল্লি ডেয়ারডেভিলস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা প্যাট কামিন্স (Pat Cummins) ২০২৩ সালের মরসুম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, অ্যাসেজের জন্য নিজেকে ফিট রাখার প্রয়োজন। সম্প্রতি এক অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আইপিএলকে (IPL) এক হাত নিয়েছেন প্রাক্তন কেকেআর তারকা। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেটের উপর ক্রিকেটারদের একচেটিয়া অধিকার শেষ করে দিয়েছে আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ভবিষ্যতে ক্রিকেটারদেরই ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক ক্রিকেটকে খুব সন্তর্পণে বেছে নিতে হবে। বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

হঠাৎ আইপিএলকে নিশানা কেন করলেন কামিন্স? ২০২৩ আইপিএলের ফাইনাল ছিল ২৯ মে। ফাইনাল রিজার্ভ ডে-তে গড়ানোয় ৩০ মে ফাইনাল শেষ হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে ৩১ মে পর্যন্ত গড়িয়ে যায় ফাইনাল ম্যাচ। এদিকে ৭ জুন শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। অর্থাৎ আইপিএল শেষ হওয়ার ৮ দিনের মধ্যে টেস্টের মহারণ। ভারত ও অস্ট্রেলিয়া দুটো দলেরই বহু ক্রিকেটার আইপিএলের কারণে ডব্লিউটিসি ফাইনালের প্রস্তুতির জন্য বেশি সময় পাচ্ছেন না। সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে প্যাট কামিন্স বলেছেন, “এখন ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটের উপর একাধিপত্য নেই। গত এক দশক ধরে এটাকে পাল্টে দিয়েছে আইপিএল। বিষয়টি এখন আরও প্রকট। ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে প্রচুর ক্রিকেটাররা অংশ নেন। আমার মতে সবার এটা নিয়ে ভাবা উচিত।”

তিনি আরও বলেন, “গত কয়েকবছর ধরে দেখছি, লিগ ক্রিকেটের জন্য দেশের জন্য খেলার সময়সীমা কমে গিয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে যতটা সম্ভব বেশি খেলার দিকে নজর দেওয়া উচিত। কিন্তু বর্তমানে এটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে এটা পুরোপুরি আমাদের উপর নির্ভর করছে। আমাদের বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবা উচিত। “

Leave a Reply