টানছে রোনাল্ডো, রিয়াল ছেড়ে সৌদির পথে করিম বেঞ্জেমা!


লস ব্ল্যাঙ্কোসদের সর্বকালের দ্বিতীয় সেরা গোলস্কোরারের সঙ্গে ক্লাবটির ১৪ বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে শীঘ্রই। তাহলে কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পথ ধরে তাঁর গন্তব্যও এ বার সৌদি আরব?

Image Credit source: Twitter

কলকাতা: রেকর্ড পরিমাণ অর্থে সৌদি প্রো লিগে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের ক্লাব আল নাসেরে রোনাল্ডো পা রাখার পর ইউরোপের নামী ফুটবলারদের টানতে উঠেপড়ে লেগেছে প্রতিপক্ষ ক্লাবগুলি। আল হিলাল ঝাঁপিয়েছে লিওনেল মেসির জন্য। জল্পনা, প্যারিস ছাড়ার পর আর্জেন্টাইন মহাতারকা নাম লেখাবেন রোনাল্ডোর প্রতিপক্ষ ক্লাবে। আল হিলাল তাদের প্রচেষ্টায় কতটা সফল তা নিয়ে এখনও ধোঁয়াশা। মেসিকে নিয়ে জল্পনার মাঝেই বাজিমাত করল সৌদি প্রো লিগের আরও একটি ক্লাব, আল ইতিহাদ। প্রবল জল্পনা, রিয়াল মাদ্রিদ ছেড়ে বিপুল অর্থের বিনিময়ে সৌদির ক্লাবটিতে সই করতে চলেছেন করিম বেঞ্জেমা। ফরাসি তারকার রিয়াল ছাড়ার খবর আগেই ছিল। রবিবার রিয়াল মাদ্রিদের তরফে আনুষ্ঠানিকভাবে ক্লাবটিতে বেঞ্জেমার ভবিষ্যৎ জানিয়ে দেওয়া হয়েছে। লস ব্ল্যাঙ্কোসদের সর্বকালের দ্বিতীয় সেরা গোলস্কোরারের সঙ্গে ক্লাবটির ১৪ বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে শীঘ্রই। তাহলে কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পথ ধরে তাঁর গন্তব্যও এ বার সৌদি আরব? বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

কাতার বিশ্বকাপে খেলতে গিয়েও চোট পেয়ে দেশে ফিরে আসেন বেঞ্জেমা। সুস্থ হওয়ার পরও তাঁকে দলে ফেরানো হয়নি। বুক ভরা অভিমান নিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান কাতার বিশ্বকাপ ফাইনালের পরদিনই। এ বার রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছর সম্পর্কও ছিন্ন করলেন। রিয়ালের হয়ে গতবছর লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতেন বেঞ্জেমা। ক্লাবের হয়ে ৪৪টি গোল করে ব্যালন ডি’অর পুরস্কার ওঠে বেঞ্জেমার হাতে। শোনা যাচ্ছিল, রিয়ালের প্রতি ভালোবাসা দেখিয়ে ক্লাব ছাড়বেন না করিম। গত বছর জাতীয় দল থেকে অবসর নেওয়া বেঞ্জেমার কাছে বিপুল অর্থের বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল ইতিহাদে যোগ দেওয়ার প্রস্তাব ছিল। শোনা যাচ্ছিল, ৩৪৫ মিলিয়ন পাউন্ডের বিপুল অর্থের মায়া কাটিয়ে রিয়ালেই থেকে যাবেন ফরাসি তারকা। কিন্তু রবিবার রিয়ালের ঘোষণাতেই সব স্পষ্ট হয়ে গিয়েছে।

একসময় রিয়াল মাদ্রিদের হয়ে একসঙ্গে চুটিয়ে খেলেছেন রোনাল্ডো ও বেঞ্জেমা। আল ইতিহাদে বেঞ্জেমার পা পড়লে ইউরোপের বাইরে মুখোমুখি হবেন একসময়ের দুই সতীর্থ। আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকা থাকলেও ২০২২-২৩ সৌদি প্রো লিগ জিতেছে আল ইতিহাদ। এ বার রোনাল্ডোরই একসময়ের সতীর্থকে দলে টেনে চমক দিতে চাইছে ক্লাবটি।



Leave a Reply