তারকার মেলা দিয়ে ফুটবল মানচিত্রে থাবা বসাচ্ছে সৌদি প্রো লিগ


বিশাল পরিমাণে আর্থিক চুক্তি বিশ্বের হেভিওয়েট ফুটবলারদের মাথা ঘুরিয়ে দিচ্ছে।

Image Credit source: Twitter

রিয়াধ: ফুটবল মানচিত্রে এখন নতুন ঠিকানা কি তাহলে সৌদি আরব? ইউরোপ ছেড়ে হঠাৎই মধ্য প্রাচ্যের দিকে ছুটে যাচ্ছেন বিশ্বের তারকারা। একটা সময় ছিল, যখন বিশ্বের দরবারে জনপ্রিয় হয়ে উঠেছিল চিনের ফুটবল লিগ। মাঝে একটা সময় আমেরিকার মেজর লিগ সকারও বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বেকহ্যামের মতো তারকা শেষ জীবনে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে সই করেন। কাতার বিশ্বকাপের পরই ফুটবল গোলার্ধে নতুন রং ছড়িয়েছে আরব। মরুদেশে পা বাড়ানোর প্রথম কাজটা করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিলের পর সৌদি প্রো লিগে (Saudi Pro League) খেলতে যান সিআর সেভেন। বিরাট আর্থিক অঙ্কের বিনিময়ে আল নাসেরে সই করেন পর্তুগিজ সুপারস্টার। পথ দেখিয়েছেন রোনাল্ডো। সেই পথে পা বাড়িয়েছেন করিম বেঞ্জেমাও (Karim Benzema)। বিশ্ব ফুটবলের আরও অনেক তারকার নতুন ঠিকানা হতে পারে সৌদি প্রো লিগ। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

বিশাল পরিমাণে আর্থিক চুক্তি বিশ্বের হেভিওয়েট ফুটবলারদের মাথা ঘুরিয়ে দিচ্ছে। খনিজ তেল এ দেশের সম্পদ। প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুদ আছে এখানে। এছাড়া পেট্রোলিয়াম রপ্তানি করেও প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে এ দেশের মানুষেরা। আর্থিক ভাবে বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠছে সৌদি আরব। কাতারে ফুটবল বিশ্বকাপেও বেশ ভালো পারফর্ম করে এশিয়ার জায়ান্টরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দেয় সৌদি আরব। তাই ফুটবলে উৎসাহ আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। সৌদি প্রো লিগকে জনপ্রিয় করতে এগিয়ে এসেছে সে দেশের শিল্পপতিরাও। আর তাতেই ফুটবলের জোয়ার মরুদেশে।

রোনাল্ডোর পর করিম বেঞ্জেমাকেও খেলতে দেখা যাবে সৌদি প্রো লিগে। আল ইত্তেহাদে সই করলেন ফরাসি সুপারস্টার। ২ বছরের চুক্তিতে রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী ক্লাবে সই বেঞ্জেমার। লিওনেল মেসিকে নেওয়ার জন্য বিশাল আর্থিক প্রস্তাব দেয় আল হিলাল। সেই আর্থিক চুক্তির পরিমাণ ভাবাচ্ছে আর্জেন্টাইন সুপারস্টারকেও। রোনাল্ডো, বেঞ্জেমার পাশাপাশি মেসিকে নিজেদের লিগে টানতে মরিয়া সৌদি আরবও। যদিও এই মুহূর্তে সেই সম্ভাবনা অনেকটাই কম।

সৌদি প্রো লিগে খেলার জন্য পা বাড়িয়ে রেখেছেন আরও বেশ কয়েক ফুটবলার। সেই তালিকায় আছেন সের্জিও ব়্যামোস, অ্যালেক্সি স্যাঞ্চেজ, সের্জিও বুস্কেতস, জর্জি আলবা, পিয়ের অবামেয়াং, এনগোলো কন্তে, ইয়াগো আসপাসের মতো ফুটবলাররা।

Leave a Reply