লিওনেল মেসির ভবিষ্যৎ জানিয়ে দিলেন তাঁর বাবা হোর্হে মেসি। পিএসজির পর তাঁর গন্তব্য কোথায়? মেসির মনের কথা ফাঁস করে দিয়েছেন তাঁর বাবা।
Image Credit source: Twitter
কলকাতা: স্পেন থেকে প্যারিস হয়ে ফের স্পেনে লিওনেল মেসি! আর্জেন্টাইন মহাতারকার ফিরতে চলেছেন তাঁর পুরনো ক্লাবে। ২০২১ সালে চোখের জলে বার্সেলোনা ছেড়েছিলেন আর্জেন্টাইন তারকা। এরপর লিগ ওয়ানের দল পিএসজিতে কাটিয়েছেন দুটি বছর। প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হয়েছে। এ বার মেসির গন্তব্য কোথায়? ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পথ ধরে সৌদি আরবের ক্লাবে? সৌদির ক্লাব আল হিলাল বিপুল অঙ্কের চুক্তির প্রস্তাব দিয়েছে আর্জেন্টাইন তারকাকে। তবে এই বিপুল অঙ্কের অর্থও মন ভোলাতে পারছে না মেসির (Lionel Messi)। বরং তাঁর মন টানছে স্পেনের দিকে। হাতের লক্ষ্মী পায়ে ঠেলে পুরনো ক্লাব বার্সেলোনায় (Barcelona) ফিরতে চান মেসি। অর্থ নয়, পুরনো ক্লাবের প্রতি ভালোবাসাই টানছে লিওকে। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারটিকে দ্বিতীয় বারের জন্য স্বাগত জানাতে তৈরি বার্সেলোনা। খোদ এই খবর জানিয়েছেন লিওর বাবা তথা এজেন্ট হোর্হে মেসি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…