Zlatan Ibrahimovic Retirement : লম্বা কেরিয়ারে প্রচুর সাফল্য ইব্রার। ৪১ এ অবসর নিলেন তিনি। নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্সের নানা ক্লাবের হয়ে লিগ জিতেছেন তিনি। ২০১৭ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগ জিতেছিলেন। এসি মিলানে তাঁর ভূমিকা প্রচুর।
৪১এ অবসর! চোট থামিয়ে দিল, ফুটবলকে বিদায় জানালেন জ্লাটন ইব্রাহিমোভিচ
প্যারিস: ভেরোনার বিরুদ্ধে ৩-১ জেতার পর চলছিল সেলিব্রেশন। তাতে হঠাৎই বিষাদের সুর ছড়িয়ে দিলেন তারকা জ্লাটন ইব্রাহিমোভিচ (Zlatan Ibrahimovic)। টিমের উৎসবের মাঝেই অবসর ঘোষণা করে দিলেন সুইডেনের তারকা। জুনেই এসি মিলানের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে ইব্রার। তা আর নবীকরণের গল্প নেই। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের জমানাতেই ইব্রা আলাদা করে চিনিয়েছিলেন নিজেকে। গোলের খিদে, টিমের প্রতি দায়বদ্ধতা, বারবার ফিরে আকাঙ্খার জন্যই বিশ্ব ফুটবল মনে রাখবে তাঁকে। ৪১ বছরের ইব্রা খুব তাড়াতাড়ি ফুটবল থেকে সরে দাঁড়াতে পারেন, এমনই মনে করা হচ্ছিল। এই মরসুমেই যে তিনি বুট তুলে রাখবেন, তা অবশ্য ভাবা যায়নি। হাঁটুর চোটে বারবার মাঠের বাইরে থাকতে হচ্ছিল তাঁকে। তার পরও ফিরে এসেছেন। টিমকে সাফল্য দিয়েছেন। সেই ইব্রাকে আর ফুটবল খেলতে দেখা যাবে না। এসি মিলানের ভক্তরা তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অবসর নিয়ে কী বললেন ইব্রা, বিস্তারিত TV9Bangla Sportsএর এই প্রতিবেদনে।
লম্বা কেরিয়ারে প্রচুর সাফল্য ইব্রার। নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্সের নানা ক্লাবের হয়ে লিগ জিতেছেন তিনি। ২০১৭ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগ জিতেছিলেন। এসি মিলানে তাঁর ভূমিকা প্রচুর। ২০১১ সালে একবার খেলেছিলেন এই ক্লাবের হয়ে। আবার ফিরেছিলেন ২০১৯ সালে। ইব্রা বলেছেন, ‘আমি যখন প্রথম খেলতে এসেছিলাম এই ক্লাবে, তখন তৃপ্তি দিয়েছিল সমর্থকরা। আর এ বার, ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। এসি মিলানের সমর্থকরা আমার দু’হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছে। বাড়ির মতো পরিবেশ দিয়েছে। ফুটবল থেকে সরে যাচ্ছি ঠিক, হয়তো আর কখনও ফুটবল খেলতে দেখা যাবে না আমাকে, কিন্তু চিরকাল আমি মিলান সমর্থক থেকে যাব।’
Zlatan Ibrahimović:
“The time has arrived to say goodbye”.
We will miss you, forever and 𝐀𝐋𝐖𝐀𝐈𝐙❤️🖤
Good luck in retirement 👏 pic.twitter.com/vF0w3kCKU9
— Lega Serie A (@SerieA_EN) June 4, 2023
স্তেফানো পিওলির টিমের প্রথম একাদশে সে ভাবে সুযোগ পাচ্ছিলেন না ইব্রা। তার কারণ অবশ্য চোট। গত বছর মে মাসে বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের পর এই বছরের ফেব্রুয়ারিতে ফিরেছিলেন টিমে। কিন্তু সেই আগুন আর দেখা যায়নি। একটাই ম্যাচে শুরু থেকে খেলতে দেখা গিয়েছে তাঁকে। উদিনিজের বিরুদ্ধে মার্চ মাসে একটাই গোল করেছিলেন। সিরি আ-র ইতিহাসে যা ছিল সবচেয়ে বয়স্ক ফুটবলারের গোল। জুভেন্তাস, ইন্তার মিলান, বার্সেলোনা, এসি মিলান, প্যারিস সাঁজা, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড— যেখানেই খেলেছেন, তাঁর গোল করার নেশাই তুলে ধরেছেন। ২৪ বছরের পেশাদার ক্লাব কেরিয়ারে ৬৩৭টা ম্যাচ খেলে করেছেন ৪০৫ গোল। সুইডেনের জাতীয় দলের হয়ে ১২২ ম্যাচ খেলে রয়েছে ৬২টা গোল। ২০১৬ সালে ইউরো কাপের পর জাতীয় টিম থেকে অবসর নিয়ে নিয়েছিলেন। ইব্রা কি কোচিংয়ে আসতে পারেন? সে সম্ভাবনা নিজেই উড়িয়ে দিয়েছেন এক সময়। বলেছিলেন, ‘কোচিং? অসম্ভব! ম্যাচ চলাকালীন হয়তো দু’জন ফুটবলারকে চড় মেরে বসব। ম্যাচের পর আট জনকে।’