‘জিততেই হবে ভেবে চাপ বাড়াতে চাই না’, WTC ফাইনাল প্রসঙ্গে রোহিত


আইসিসি ট্রফি জিততে পারলে খুশি হবেন তবে এটা নিয়ে বাড়তি ভাবনাচিন্তা করতে চান না ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা।

Image Credit source: Twitter

লন্ডন: ওভালে এর আগে কখনও জুন মাসে টেস্ট ম্যাচ খেলা হয়নি। ইংল্যান্ডের পরিবেশ ও খামখেয়ালি আবহাওয়া নিয়ে চাপ রয়েছে ভারতীয় শিবিরে। ম্যাচের দিন (WTC Final 2023) সকালে পরিস্থিতি বিচার করে প্রথম একাদশ বেছে নেওয়া হবে। ১০ বছরের আইসিসি ট্রফি খরা কাটানোর সুযোগ থাকছে রোহিত শর্মাদের সামনে। যদিও এসব নিয়ে বাড়তি ভাবনাচিন্তা করতে নারাজ ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে ট্রফি জিততে চান অবশ্যই। তবে অতীতের ব্য়র্থতার কথা ভেবে নিজেদের উপর অযথা চাপ বাড়াতে নারাজ তিনি। ভারতের নিয়ন্ত্রণে কী আছে, কী নেই তার হিসেব না করে ক্যাপ্টেন হিসেবে প্রথম আইসিসি ট্রফি জয়ের দিকে মন দিতে চাইছেন তিনি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

আজ বুধবার ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। মহারণের আগের দিন সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, “ভারতীয় ক্রিকেটকে প্রতিমুহূর্তে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে নিযুক্ত হয়েছি। সেটা যেই হোক, আমি বা অন্য কেউ বা আমার আগে যিনি ছিলেন। সকলেরই একটাই ভূমিকা, যতটা সম্ভব বেশি ম্যাচ, চ্যাম্পিয়নশিপ জিতে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। আমার জন্যও সেটাই প্রযোজ্য। আমিও ম্যাচ জিততে চাই, চ্যাম্পিয়নশিপ জিততে চাই। এটার জন্যই তো খেলছি। খেতাব জিততে পারলে, গুরুত্বপূর্ণ সিরিজ জিততে পারলে আরও ভালো লাগে।”

প্রথম প্রচেষ্টায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আসেনি ভারতের ঘরে। এ বার দ্বিতীয় প্রচেষ্টা। আইসিসি ট্রফি জয়ের খরা যেমন কাটবে তেমনই প্রথম বার টেস্ট ফরম্যাটের বিশ্বকাপ জয়ের নজির গড়বে ভারত। তা বলে নিজেদের উপর খামোখা চাপ সৃষ্টি করতে নারাজ হিটম্যান। বলেছেন, “এসব ভেবে নিজেদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করার কোনও মানে আছে বলে আমার মনে হয় না। প্রতিটি ক্যাপ্টেনই জিততে চান। আমিও তার ব্যতিক্রম নই। খেলা তো এটাকে কেন্দ্র করেই। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।”

Leave a Reply