বেকহ্যামের মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি?


Inter Miami : পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ। তাঁর কাছে বার্সেলোনা, আল হিলাল ও ইন্টার মিয়ামির প্রস্তাব ছিল। সূত্রের খবর, সৌদির ক্লাব ও কাতালান ক্লাবে নয়, মেসি যোগ দিতে চলেছেন ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামিতে।

Lionel Messi : বেকহ্যামের মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি?

মিয়ামি : আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির (Lionel Messi) নতুন ঠিকানা কী? এই উত্তরের খোঁজে এলএম টেনের আপামর ভক্তরা। সৌদি প্রো লিগের জনপ্রিয় ক্লাব আল হিলাল বিপুল অঙ্কের চুক্তিতে মেসিকে দলে নিতে তৈরি ছিল। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে তৈরি মেসি। সূত্রের খবর, আল হিলাল বা বার্সায় নয় আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami) যোগ দিতে চলেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। সত্যিই কি ডেভিড বেকহ্যামের মিয়ামিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগ জানিয়েছেন, ইন্টার মিয়ামির প্রস্তাবে রাজি হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তিনি টুইটারে লেখেন, ‘মেসি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাঁর গন্তব্য হচ্ছে ইন্টার মিয়ামি।’

সূত্রের খবর, মিয়ামিতে লিওনেল মেসির জন্য যে চুক্তি তৈরি করা হচ্ছে তার সঙ্গে জনপ্রিয় ব্র্যান্ড অ্যাডিডাস ও অ্যাপেলের কোলাবোরেশন রয়েছে। মিয়ামিতে মেসির বাড়ি রয়েছে। ওই ক্লাবে যাওয়ার মেসির একাধিক কারণ রয়েছে। প্রথম, সাত বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে বিরাট অঙ্কের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তাঁর স্ত্রী ও সন্তানেরা সৌদি আরবে থাকতে চান না। দুই, মেসির পুরনো ক্লাবে ফেরার মন চাইলেও, বার্সেলোনার আর্থিক অবস্থা ভালো নয়। তিন, ইন্টার মায়ামিকে বেছে নিলে মেসি ফুটবলের বাইরেও বিস্তৃত বড় ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবেন।

মেসি যদি মিয়ামিতে যোগ দেন, তা হলে এই প্রথম ইউরোপের বাইরের কোনও ক্লাবে খেলতে দেখা যাবে তাঁকে। বার্সেলোনার হয়ে ২১ বছরে ৩৫টি খেলাত জিতেছিলেন মেসি। এরপর ২০২১ সালে দুই বছরের চুক্তিতে ফ্রান্সের ক্লাব পিএসজিতে যোগ দিয়েছিলেন তিনি। পিএসজির জার্সিতে ৭৫টি ম্যাচে ৩২টি গোল করেছেন মেসি।



Leave a Reply