IND vs AUS, WTC Final 2023 : বর্তমানে WTC ফাইনালের জন্য লন্ডনে রয়েছেন বিরাট কোহলি। লন্ডনে তাঁর প্রিয় রেস্তোরাঁ হল ‘জামাভার লন্ডন।’ সেখানকার খাবারের দাম শুনলে অনেকেই চমকে যেতে পারেন।
Virat Kohli : লন্ডনে বিরাটের প্রিয় রেস্তোরাঁয় ছোলে ভাটুরে, বাটার চিকেনের দাম জানলে চোখ উঠবে কপালে
লন্ডন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final 2023) জন্য মেতে উঠেছে ওভাল। মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। আজ, বৃহস্পতিবার ওভালে WTC ফাইনালের দ্বিতীয় দিন। হয়তো আজ ব্যাট হাতে নামতে দেখা যেতে পারে বিরাট কোহলিকে। এ বারের বিশ্ব টেস্ট ফাইনালে বিশেষ নজর রয়েছে কোহলির ব্যাটে। ওভাল মেতে রয়েছে বিরাটে। বিশ্ব টেস্ট ফাইনাল শুরু হয়েছে বলে নয়, এই মহারণ শুরু হওয়ার আগে থেকেই ওভালে বিরাট ম্যানিয়া দেখা গিয়েছিল। লন্ডনের এক ক্যাফেতে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে কফিতে চুমুক দিতে দিতে দেখা গিয়েছিল বিরাটকে। মাঝে মাঝেই ফ্যানেদের সেলফির আবদারও মিটিয়েছিলেন বিরাট। জোরকদমে প্রস্তুতি নিয়ে বিশ্বের টেস্ট সেরা হওয়ার জন্য নেমেছে ভারত। অসম্ভব ফিট বিরাট কোহলিও (Virat Kohli) তৈরি। নিজেকে ফিট রাখার কী খান কোহলি? তা জানতে আগ্রহী তাঁর অনুরাগীরা। আর সফরের জায়গাটা যদি লন্ডন হয়, তা হলে এমন এক রেস্তোরাঁ রয়েছে যেখানে না গিয়ে থাকতে পারেন না বিরাট। জানেন সেটি কোন রেস্টুরেন্ট? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
Virat Kohli and Anushka Sharma Clicked with a Fan Girl in London. pic.twitter.com/DgLzBBAHRj
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) June 1, 2023
লন্ডনে বিরাট কোহলির প্রিয় রেস্তোরা হল বিখ্যাত ‘জামাভার লন্ডন’। সস্ত্রীক বিরাট সেই রেস্তোরাঁর খাবার খেয়েছেন। এই রেস্তোরাঁয় বিরাটের প্রিয় বাটার চিকেনের দাম ২৫০০ টাকা। যদিও কোহলি এক সময় জানিয়েছিলেন, নিজেকে ফিট রাখার জন্য তিনি এখন বাটার চিকেন খাওয়া কমিয়ে দিয়েছেন। আসলে বিরাট কোহলি ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটিয়ে এবং কঠোর পরিশ্রম করে ফিটনেসের এক আলাদা সংজ্ঞা তৈরি করেছেন। আর সেটা করতে গিয়ে একাধিক পছন্দের খাবার খাওয়া ছেড়ে দিয়েছেন বিরাট।
‘জামাভার লন্ডন’ রেস্তোরাঁয় ভেজ ও নন ভেজ দুই ধরণের খাবার পাওয়া যায়। মেনুতে থাকা খাবারের দাম ৮০০-৩০০০ টাকার কাছাকাছি। ২০২২ সালে বিরাট ও অনুষ্কা লন্ডনে গিয়ে জনপ্রিয় শেফ সুরিন্দর মোহনের ‘জামাভার লন্ডন’ রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজন করেছিলেন। ওই রেস্তোরাঁয় সম্প্রতি গিয়েছিলেন কিংবদন্তি টেনিস তারকা রজার ফেডেরারও।