Prasidh Krishna : বিয়ে করলেন প্রসিধ কৃষ্ণ, আমন্ত্রণ পেয়ে হাজির বুমরা-শ্রেয়সরা Post author:admin Post published:June 8, 2023 Post category:Sports Post comments:0 Comments TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী Updated on: Jun 08, 2023 | 4:27 PM ভারতীয় ক্রিকেটে বিয়ের মরসুম। ঋতুরাজ গায়কোয়াড়ের পর বিয়ের পিঁড়ি বসলেন প্রসিধ কৃষ্ণ। আজ, বৃহস্পতিবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স তারকা। Jun 08, 2023 | 4:27 PM জাস্ট ম্যারেড! বিয়ে করলেন জাতীয় দলের পেসার প্রসিধ কৃষ্ণ। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল। (ছবি:টুইটার) কর্নাটকের ক্রিকেটারের স্ত্রীর নাম রচনা কৃষ্ণ। নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ে সারলেন দু’জনে। (ছবি:টুইটার) প্রাক বিবাহ অনুষ্ঠান চলছে বেশ কয়েকদিন ধরে। এনগেজমেন্ট, গায়ে হলুদের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। প্রসিধের গায়ে হলুদের অনুষ্ঠানে দেখা গিয়েছিল দেবদত্ত পাডিকালকে। (ছবি:টুইটার) বিয়ের অনুষ্ঠানে কর্নাটকের ক্রিকেটারদের ছাড়াও দেখা গেল জাতীয় দলের বেশ কয়েকজন সদস্যকে। (ছবি:টুইটার) বিয়ের পর নবদম্পতির সঙ্গে গ্রুপ ফটোতে দেখা গিয়েছে জসপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার ও মায়াঙ্ক আগরওয়ালকে। মায়াঙ্কের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। (ছবি:টুইটার) মায়াঙ্ক দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ পান না। এদিকে অস্ত্রোপচারের পর বুমরা ও শ্রেয়স দু’জনই সুস্থতার পথে। যে কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেই তাঁরা। চোটের কারণে প্রসিধ কৃষ্ণ নিজেও দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। (ছবি:টুইটার) প্রসিধের সুস্থ হতে সময় লাগবে ছয়মাসের মতো। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে পারেননি। ওডিআই বিশ্বকাপেও এই সাদা বলের স্পেশালিস্ট বোলারকে পাওয়া নিয়ে সংশয়। (ছবি:টুইটার) ২২ গজ থেকে দূরে। চোট থেকে সেরে উঠতে সময় লাগবে। এই ফাঁকে বিয়ের পর্ব সেরে রাখলেন প্রসিধ। এরপর পুরোপুরি সুস্থ হয়ে জাতীয় দলে ফেরার লড়াই শুরু হবে। (ছবি:টুইটার) Tags: Cricket, Indian Cricket, Prasidh Krishna, Rajasthan Royals, Wedding Read more articles Previous Postজানেন মাহির বাগানে কোন ফলের ফলন সবচেয়ে বেশি? এ বার চাষবাসে ফেরার পালা ধোনির Next Postভুলো মনের রোহিত, হোটেল রুমে ফেলে এলেন বিয়ের আংটি! You Might Also Like এমন রেকর্ডও হয়! রোহিতদের এই কীর্তি যেন বিশ্বাসই হবে না… March 10, 2024 বোর্ড সভাপতি হিসেবে বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন অধরা, আক্ষেপ সৌরভের June 29, 2023 বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেও মেসিকে অভিনন্দন জানাননি তেভেজ! পিছনে কি পুরনো শত্রুতা? January 9, 2023 Leave a Reply Cancel replyCommentEnter your name or username to comment Enter your email address to comment Enter your website URL (optional) Save my name, email, and website in this browser for the next time I comment.