‘আমি মুসলিম বলেই এখানে এসেছি’, ধর্মই বেঞ্জেমার সৌদি যাওয়ার মূল কারণ!


TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Updated on: Jun 09, 2023 | 7:00 AM

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর সৌদি আরবের ফুটবলে যুক্ত হল আরও একটি বড় নাম। রোনাল্ডোর প্রতিপক্ষ ক্লাব আল ইতিহাদে যোগ দিয়েছেন করিম বেঞ্জেমা।

Karim Benzema : 'আমি মুসলিম বলেই এখানে এসেছি', ধর্মই বেঞ্জেমার সৌদি যাওয়ার মূল কারণ!

Image Credit source: Twitter

রিয়াধ: রিয়াল মাদ্রিদ অতীত। ১৪টা বছর স্পেনের ক্লাবে কাটিয়ে সৌদি আরবে পাড়ি দিয়েছেন করিম মোস্তাফা বেঞ্জেমা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর সৌদি আরবের ফুটবলে যুক্ত হল আরও একটি বড় নাম। রোনাল্ডোর প্রতিপক্ষ ক্লাব আল ইতিহাদে যোগ দিয়েছেন তিনি। বেঞ্জেমার সৌদি যাওয়ার পিছনে মূল কারণ কী হতে পারে? নতুন চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছে, অন্য একটি দেশের ফুটবল লিগ খেলা অথবা বিপুল অঙ্কের আর্থিক প্যাকেজ (বছরে প্রায় ৮৮১ কোটি টাকা)। নাহ্, এগুলোর কোনওটারই নাম নিলেন না ফরাসি স্ট্রাইকার। ব্যালন ডি’অর জয়ী ফুটবলার তাঁর সৌদি যাওয়ার পিছনে ধর্মকেই মূল কারণ হিসেবে দেখছেন। সেটাই নাকি তাঁকে স্পেন থেকে সৌদি আরবে টেনে এনেছে। কেন সৌদিকে বেছে নিলেন? বেঞ্জেমা বলেছেন, “কারণ সৌদি একটা মুসলিম অধ্যুষিত দেশ এবং আমি নিজে একজন মুসলিম।”

বিস্তারিত আসছে…

Leave a Reply