কাপের সঙ্গে দূরত্ব বাড়ছে…ওভালে যদি মিরাকল হয়!


TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Updated on: Jun 09, 2023 | 10:41 PM

IND vs AUS, WTC FINAL 2023 Day 3 Report : আফশোস দুটোই। প্রথম ইনিংসে ভারতের টপ অর্ডার ভালো পারফর্ম করলে…। এবং একাদশে অশ্বিনের মতো অফস্পিনার থাকলে হয়তো অনেকটা পার্থক্য হত।

WTC FINAL, IND vs AUS : কাপের সঙ্গে দূরত্ব বাড়ছে...ওভালে যদি মিরাকল হয়!

Image Credit source: twitter

লন্ডন : অজিঙ্ক রাহানের পাল্টা লড়াই, লর্ড শার্দূলের সঙ্গত এবং শেষ বেলায় রবীন্দ্র জাডেজার বোলিং। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল, হয়তো ম্যাচে ফেরার ক্ষীণ সম্ভাবনা তৈরি করছে ভারত। ঠিক একই ভাবে অজি ব্যাটারদের প্রতিটা রান কাপের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। প্রথম দু-দিনের মতো তৃতীয় দিনও চালকের আসনেই থাকল অস্ট্রেলিয়া। ওভালে এখনও দু-দিন বাকি। অঙ্ক বলছে, ম্যাচ জেতা সম্ভব। বাস্তব তেমন নয়। চতুর্থ ইনিংসে ২৫০ প্লাস রান তাড়া করা কঠিন। কিন্তু মিরাকল তো হয়! অস্ট্রেলিয়ার লিড ৩০০-র কাছাকাছি। চতুর্থ দিনের প্রথম সেশনেই যদি ৩৫০ লিডের মধ্যে অস্ট্রেলিয়াকে থামানো যায়! এরপর ভারতীয় টিম যদি ইংল্যান্ডের মতো ‘বাজবল’ খেলতে পারে! অনেক যদি… কিন্তু…। আফশোস দুটোই। প্রথম ইনিংসে ভারতের টপ অর্ডার ভালো পারফর্ম করলে…। এবং একাদশে অশ্বিনের মতো অফস্পিনার থাকলে হয়তো অনেকটা পার্থক্য হত। ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় দিনের রিপোর্ট TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply