রেকর্ড গড়ে ফরাসি ওপেনের ফাইনালে নোভাক


TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Updated on: Jun 09, 2023 | 10:17 PM

French Open 2023: সেমিফাইনালে শীর্ষ বাছাই ‘নতুন নাদাল’ স্প্যানিশ তরুণ কার্লোস আলকারেজকে হারালেন জোকার। তাঁর ঝুলিতে আরও একটা গ্র্যান্ড স্লাম যেন সময়ের অপেক্ষা।

Novak Djokovic : রেকর্ড গড়ে ফরাসি ওপেনের ফাইনালে নোভাক

Image Credit source: twitter

প্যারিস : আরও একটা গ্র্যান্ড স্লামের স্বাদ পেতে চলেছেন নোভাক জকোভিচ! হয়তো তাই। এ মরসুমের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। এ বার লাল মাটির কোর্টেও জোকার রাজ। শীর্ষ বাছাই কার্লোস আলকারেজকে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনাল। কেরিয়ারের ৩৪ তম গ্র্যান্ড স্লাম ফাইনালে সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। লক্ষ্য ২৩ তম গ্র্যান্ড স্লাম। পুরুষদের টেনিসে ২২টি করে গ্ল্যান্ড স্লাম জিতেছেন নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল এবং কিংবদন্তি রজার ফেডেরার। এর মধ্যে রজার ফেডেরার অবসর নিয়েছেন। রাফায়েল নাদালের চোট। পরের বছর তিনিও কোর্ট ছাড়তে চলেছেন। ২৩ তম গ্রান্ড স্লাম জিতে দু-জনকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে নোভাক জকোভিচের কাছে। সম্ভাবনাও রয়েছে। সেমিফাইনালে শীর্ষ বাছাই ‘নতুন নাদাল’ স্প্যানিশ তরুণ কার্লোস আলকারেজকে হারালেন জোকার। তাঁর ঝুলিতে আরও একটা গ্র্যান্ড স্লাম যেন সময়ের অপেক্ষা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply