Marnus Labuschagne : নিশ্চিন্তে নিদ্রা গিয়েছিলেন, লাবুশেনের কাঁচা ঘুম ভাঙিয়ে দিলেন সিরাজ!


WTC Final 2023 : ওয়ার্নার আউট হওয়ার পর তিন নম্বরে ব্যাট করতে নামেন মার্নাস লাবুশেন। তবে মাঠে নামার সময় তাঁর মুখ ছিল ব্যাজার।

Image Credit source: Twitter

লন্ডন: মধ্যাহ্নভোজ বিরতির পর প্রথম ইনিংসে ভারতকে ২৯৬ রানে গুটিয়ে দিতে বেশি লাগেনি প্যাট কামিন্সদের। মাত্র ৩৬ রানে বাকি চারটি উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়া। ১৭৩ রানের বিশাল লিড নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসের জন্য মাঠে নামে। ইনিংসের শুরুতেই উইকেট তুলে নিয়ে ক্যাঙারুদের চাপে ফেলে দেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার ডেভিড ওয়ার্নারকে মাত্র ১ রানে ফেরান তিনি। ওয়ার্নারের মতো অভিজ্ঞ ব্যাটার দ্রুত ফেরায় অজি শিবির চাপে পড়বে এতে সন্দেহ নেই। তবে সবচেয়ে বেশি চাপে পড়লেন মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। কীভাবে? বিস্তারিত রইল Tv9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে নামেন ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা। ওয়ার্নার আউট হওয়ার পর তিন নম্বরে ব্যাট করতে নামেন মার্নাস লাবুশেন। তবে মাঠে নামার সময় তাঁর মুখ ছিল ব্যাজার। কারণ ওয়ার্নার আউট হওয়ার আগে পা তুলে নিশ্চিন্তে চেয়ারের উপর বসে ঘুমোচ্ছিলেন লাবুশেন। অদ্ভুতভাবে, ওয়ার্নার আউট হওয়ার ঠিক আগেই ক্যামেরা তাঁকে তাক করলে ধারাভাষ্যকার হরভজন সিং বলেন, “এখন ঘুমোচ্ছেন ঠিক আছে কিন্তু মাঠে নামতেও হতে পারে।” প্যাড পরা অবস্থায় ব্যালকনির রেলিংয়ে পা তুলে ছোট্ট করে একটা ঘুম দেবেন বলেন ভেবেছিলেন ২৮ বছরের ডানহাতি ব্যাটার। চোখে নেমে এসেছিল তন্দ্রা। কিন্তু কোথায় কী? ওয়ার্নার চটজলদি আউট হয়ে ঘুমটাই পূর্ণ হতে দিল না। ব্যাজার মুখে নামলেন মাঠে।

যদিও গভীর ঘুমে ছিলেন না লাবুশেন। ওয়ার্নার আউট হতেই চকিতে উঠে পড়েন তিনি। ধাতস্থ হয়েই তড়িঘড়ি মাঠে নেমে পড়েন। দিনের শেষে ৪১ রানে অপরাজিত রইলেন তিনি। দিনের শেষে চালকের আসনে প্যাট কামিন্সের দল। প্রথম ইনিংসে ১৭৩ রানের লিড ছিল। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ১২৩ রান। সব মিলিয়ে অজিরা এগিয়ে ২৯৬ রানে।



Leave a Reply