মেয়েকে নিয়ে বিয়ের পিঁড়িতে, প্রিয় বন্ধু জেসিকাই ট্রাভিসের লাইফ পার্টনার


TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Updated on: Jun 09, 2023 | 9:24 AM

WTC Final 2023 : ২৯ বছরের অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড কেরিয়ারের ষষ্ঠতম শতরান হাঁকিয়েছেন দ্য ওভাল স্টেডিয়ামে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। WTC ফাইনালের প্রথম শতরানকারী। তাঁর দেড়শতরানের ইনিংস নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে। এ বার হেডের ব্যক্তিগত জীবনে একটু উঁকি দেওয়া যাক।

Jun 09, 2023 | 9:24 AM

ট্রাভিস হেডের 'লাকি চার্ম' তাঁর স্ত্রী জেসিকা এবং একরত্তি মেয়ে মিলি। হেডের ব্যাটিংয়ের সময় জেসিকা ও মিলির উপস্থিতি তাঁর মনোবল বাড়িয়ে দেয়। (ছবি:ইনস্টাগ্রাম )

ট্রাভিস হেডের ‘লাকি চার্ম’ তাঁর স্ত্রী জেসিকা এবং একরত্তি মেয়ে মিলি। হেডের ব্যাটিংয়ের সময় জেসিকা ও মিলির উপস্থিতি তাঁর মনোবল বাড়িয়ে দেয়। (ছবি:ইনস্টাগ্রাম )

ট্রাভিস হেডের স্ত্রীর নাম জেসিকা ডেভিস। পেশায় মডেল এবং ইনস্টাগ্রামে ভীষণ সক্রিয়। অজি ক্যাপ্টেন প্যাট কামিন্সও জেসিকার ফলোয়ার্স লিস্টে রয়েছেন। (ছবি:ইনস্টাগ্রাম )

ট্রাভিস হেডের স্ত্রীর নাম জেসিকা ডেভিস। পেশায় মডেল এবং ইনস্টাগ্রামে ভীষণ সক্রিয়। অজি ক্যাপ্টেন প্যাট কামিন্সও জেসিকার ফলোয়ার্স লিস্টে রয়েছেন। (ছবি:ইনস্টাগ্রাম )

চলতি বছরের ১৫ এপ্রিল অ্যাডিলেডে নিজের শহরে বিয়ে সারেন ট্রাভিস ও জেসিকা। (ছবি:ইনস্টাগ্রাম )

চলতি বছরের ১৫ এপ্রিল অ্যাডিলেডে নিজের শহরে বিয়ে সারেন ট্রাভিস ও জেসিকা। (ছবি:ইনস্টাগ্রাম )

ক্রিকেটার ট্রাভিস ও মডেল জেসিকা দীর্ঘ সময় ধরে একে অপরকে ডেট করেছেন। দু'জনে নাকি একে অপরের বেস্ট ফ্রেন্ড। প্রিয় বন্ধুর সঙ্গেই জীবন কাটানোর সিদ্ধান্ত নেন ট্রাভিস। (ছবি:ইনস্টাগ্রাম )

ক্রিকেটার ট্রাভিস ও মডেল জেসিকা দীর্ঘ সময় ধরে একে অপরকে ডেট করেছেন। দু’জনে নাকি একে অপরের বেস্ট ফ্রেন্ড। প্রিয় বন্ধুর সঙ্গেই জীবন কাটানোর সিদ্ধান্ত নেন ট্রাভিস। (ছবি:ইনস্টাগ্রাম )

ট্রাভিস ও জেসিকার বিয়ের সাক্ষী থেকেছে তাঁদের মেয়ে মিলি। সন্তানের জন্মের পর দু'জনে বিয়ে করেন। (ছবি:ইনস্টাগ্রাম )

ট্রাভিস ও জেসিকার বিয়ের সাক্ষী থেকেছে তাঁদের মেয়ে মিলি। সন্তানের জন্মের পর দু’জনে বিয়ে করেন। (ছবি:ইনস্টাগ্রাম )

২০২২ সালের সেপ্টেম্বর মাসে কন্যা সন্তানের অভিভাবক হন ট্রাভিস ও জেসিকা। (ছবি:ইনস্টাগ্রাম )

২০২২ সালের সেপ্টেম্বর মাসে কন্যা সন্তানের অভিভাবক হন ট্রাভিস ও জেসিকা। (ছবি:ইনস্টাগ্রাম )

২০২২ সালে জেসিকা অন্তঃসত্ত্বা থাকাকালীন বড়সড় বিমান দুর্ঘটনার মুখে পড়েছিলেন দু'জনে। কোনওরকমে মৃত্যুমুখ থেকে ফিরে আসেন ট্রাভিস ও জেসিকা।  (ছবি:ইনস্টাগ্রাম )

২০২২ সালে জেসিকা অন্তঃসত্ত্বা থাকাকালীন বড়সড় বিমান দুর্ঘটনার মুখে পড়েছিলেন দু’জনে। কোনওরকমে মৃত্যুমুখ থেকে ফিরে আসেন ট্রাভিস ও জেসিকা। (ছবি:ইনস্টাগ্রাম )

তবে লন্ডনে ট্রাভিসের পাশে স্ত্রী ও মেয়ে নেই। দু'জনই অস্ট্রেলিয়ায়। সশরীরে না থাকলেও শুভকামনা তো রয়েছেই। (ছবি:ইনস্টাগ্রাম )

তবে লন্ডনে ট্রাভিসের পাশে স্ত্রী ও মেয়ে নেই। দু’জনই অস্ট্রেলিয়ায়। সশরীরে না থাকলেও শুভকামনা তো রয়েছেই। (ছবি:ইনস্টাগ্রাম )


Leave a Reply