IND vs AUS, WTC Final 2023 : অজি তারকা ক্রিকেটার মার্নাস লাবুশেন ওভালে তাঁদের দ্বিতীয় ইনিংস চলাকালীন একটা পাওয়ার ন্যাপ নিচ্ছিলেন। যদিও মহম্মদ সিরাজ তাঁকে শান্তিতে ঘুমোতে দেননি। WTC ফাইনালের তৃতীয় দিনের শেষে লাবুশেন নিজেই তাঁর ন্যাপের কারণ জানিয়েছেন।
‘ঘুমোইনি তো! চোখ দু’টোকে একটু বিশ্রাম দিচ্ছিলাম’, সাফাই লাবুশেনের
লন্ডন : তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সদ্য গা-টা এলিয়েছেন। সেই সময় যদি আপনাকে কেউ ডাকে, কেমন লাগবে? নিশ্চিতভাবেই ভালো লাগবে না। চেয়ারের উপর পা তুলে সবেমাত্র নিশ্চিন্তে ঘুমোতে শুরু করেছিলেন এক অজি তারকা। কিন্তু তাঁর কপালে যে শান্তির ঘুম ছিল না। ওভালে WTC ফাইনালের (WTC Final 2023) তৃতীয় দিনের ঘটনা। স্টেডিয়ামের কোলাহল কানে যেতেই তড়াক করে উঠে পড়েছিলেন মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। প্যাড পরেই অল্পের জন্য চোখ বুজেছিলেন। অজিদের দ্বিতীয় ইনিংসে ওপেনার ডেভিড ওয়ার্নার আউট হতেই ব্যাট করতে মাঠে নেমে যান লাবুশেন। কিন্তু তাঁর পাওয়ার ন্যাপের ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। সকলে মজার মজার কমেন্ট করেছেন লাবুশেনের নিদ্রাভঙ্গের ভিডিয়ো দেখে। তৃতীয় দিনের খেলার শেষে লাবুশেন আইসিসিকে তাঁর ন্যাপের কারণ জানিয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…