India vs Australia Live Score in Bengali : ওভালে চলছে WTC Final Match। মুখোমুখি রোহিত শর্মার ভারত ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। দেখুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
Image Credit source: Graphics – TV9Bangla
Key Events
তৃতীয় দিনের শেষে ভারত পিছিয়ে ২৯৬ রানে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট খুইয়ে অস্ট্রেলিয়া তুলেছে ১২৩ রান।
WTC ফাইনালের প্রথম ইনিংসে রোহিত শর্মার ভারত তুলেছে ২৯৬ রান।
LIVE Cricket Score & Updates
-
10 Jun 2023 02:02 PM (IST)
WTC ফাইনালের আজ চতুর্থ দিন
ওভালে চলতি WTC ফাইনালের আজ চতুর্থ দিন। ঘণ্টাখানেক পর শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিনের খেলা।
লন্ডন : ওভালে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এই নিয়ে টানা দ্বিতীয় বার WTC ফাইনালে (WTC Final) ভারত। অস্ট্রেলিয়া এই প্রথম বার এই ইভেন্টের ফাইনালে উঠেছে। উদ্বোধনী সংস্করণের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বিরাট কোহলিদের। এ বার ভারতীয় দলের কাছে দ্বিতীয় বার ট্রফি জেতার একটা সুযোগ। যদিও ভারতের সঙ্গে ট্রফির দূরত্ব ক্রমশ বাড়ছে। অবিশ্বাস্য কিছু না করতে পারলে ভারতীয় দলের পক্ষে ট্রফি জিতে দেশে ফেরা খুব একটা সম্ভব নয়। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৪৬৯ রানে। দ্বিতীয় দিন শুরু হয় ভারতের প্রথম ইনিংস। পাহাড়প্রমাণ রানের সামনে টিম ইন্ডিয়ার টপ অর্ডার ঘুরে দাঁড়াতে পারেনি। দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে ভারত। ৩১৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু হয়। অজিঙ্ক রাহানে (৮৯) ও শার্দূল ঠাকুরের (৫১) অর্ধশতরান ও ১০৯ রানের পার্টনারশিপে ফলোঅন এড়াতে সক্ষম হয় ভারত। শেষমেশ প্রথম ইনিংসে ভারতের ঝুলিতে ওঠে ২৯৬ রান। তৃতীয় দিনের শেষে ৪ উইকেট খুইয়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১২৩ রান। সব মিলিয়ে অজিরা এগিয়ে ২৯৬ রানে। এ বার দেখার চতুর্থ দিন কোন চমক দেখায় ভারত। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন ভারত-অস্ট্রেলিয়া WTC ফাইনালের চতুর্থ দিনের খুঁটিনাটি।
Published On – Jun 10,2023 2:01 PM