WTC ফাইনালের মাঝে ওভালের গ্যালারিতে বিয়ের প্রস্তাব এক দর্শকের, কটাক্ষ পন্টিংয়ের


WTC Final 2023, Watch Video : লন্ডনের ওভালে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। চতুর্থ দিনের খেলা চলাকালীন ওভালের গ্যালারিতে দেখা গিয়েছে এক অন্য দৃশ্য। এক দর্শক গ্যালারিতে তাঁর বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

IND vs AUS, WTC Final 2023 : WTC ফাইনালের মাঝে ওভালের গ্যালারিতে বিয়ের প্রস্তাব এক দর্শকের, কটাক্ষ পন্টিংয়ের

লন্ডন : ওভালের মাঠে চলছে দ্য আল্টিমেট টেস্টের শেষ বেলার লড়াই। অস্ট্রেলিয়া নাকি ভারত কোন দল জিতবে? নাকি এ বারের WTC ফাইনালে যুগ্ম চ্যাম্পিয়ন পাওয়া যাবে, এর উত্তর মিলবে রবিবার। সুপার সানডে-তে এ বারের বিশ্ব টেস্ট ফাইনালের (WTC Final) পঞ্চম দিন। ওভালে এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিততে ভারতের সামনে ৪৪৪ রানের লক্ষ্য রেখেছিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিন ভারত খানিকটা লড়াই করেছে। কিন্তু লক্ষ্যে পৌঁছনো অতটাও সহজ নয়। একদিকে যখন রোহিত-শুভমনরা ৪৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমেছেন তখন গ্যালারিতে দেখা গেল এক অন্য দৃশ্য। ফুটবল মাঠ, টেনিস কোর্ট বা ২২ গজের লড়াই দেখতে গিয়ে বহু দর্শক অতীতে বাগদান করেছেন। কিন্তু এই প্রথম WTC ফাইনালের মঞ্চে এই দৃশ্য দেখা গেল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখতে আসা এক দর্শক তাঁর প্রেমিকাকে ম্যাচ চলাকালীন বিয়ের প্রস্তাব দেন। বিয়ের প্রস্তাবে সম্মতি দেন ওই তরুণী। সোশ্যাল মিডিয়ায় দৌলতে যে ছবি ভাইরাল। তাতে দেখা যায়, পঞ্চম ওভার চলাকালীন এক দর্শক তাঁর বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন। সেই সময় টেলিভিশন ক্যামেরার ফোকাসে ছিলেন ওই যুগল। ম্যাচ দেখতে এসে এই ধরণের বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনা একাধিকবার দেখা গিয়েছে। তবে এই জুটি যা করল তা-ও একদিক থেকে ইতিহাসের পাতায় উঠল। কারণ, বিশ্ব টেস্ট ফাইনালে এর আগে কেউ এভাবে বিয়ের প্রস্তাব দেয়নি।

যদিও বিষয়টি ভালো ভাবে নিচ্ছেন না অজি কিংবদন্তি রিকি পন্টিং। ওভালে ওই দর্শকের প্রস্তাব দেখে পন্টিং কমেন্ট্রি বক্স থেকে বলেন, ‘মানুষ এখন টেলিভিশনে আসার জন্য যা হোক কিছু করে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিন ওভালের গ্যালারি থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন শুভমন গিল। তখন ফিল্ডিং করছিল ভারতীয় দল। ক্যামেরা গ্যালারির দিকে ঘুরেতেই দেখা যায় এক তরুণী শুভমনকে বিয়ের প্রস্তাব দিয়ে একটি প্ল্যাকার্ড তুলে ধরেছেন। পোস্টারে লেখা ছিল, ‘আমাকে বিয়ে করো শুভমন’। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।



Leave a Reply