খেলা শুরুর আগেই আইএফএ-কে ‘গোল’ মদন-বাবুনদের


Kolkata Football : প্রথম ডিভিশন ক্লাবগুলোর সঙ্গে কয়েক দিনের ব্যবধানে জোড়া করে মিটিং আইএফএ। কিন্তু তাতেও কোনও সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত বাধ্য হয়েই গভর্নিং বডির কোর্টে বল ঠেলে দিয়েছিল আইএফএ। রবিবার আইএফএর গভর্নিং বডি প্রথম ডিভিশনের ক্লাবগুলোর ‘দাবি’কেই স্বীকৃতি দিল।

কলকাতা : আন্দোলনে ‘জয়ী’ মদন মিত্র-সুজিত বসুদের ক্লাব। কলকাতা প্রিমিয়ার লিগের জন্য মাঠে এখনও বল গড়ায়নি। তবে মাঠে নামার আগেই আইএফএকে ‘গোল’ প্রথম ডিভিশনের ক্লাবগুলোর। প্রথম ডিভিশন থেকে দুটো ক্লাবকে প্রোমোশনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা ফুটবল সংস্থা। একই সঙ্গে চারটে ক্লাবের অবনমন করার সিদ্ধান্ত নিয়েছিল আইএফএ। শুরু থেকেই যার তীব্র প্রতিবাদ জানায় প্রথম ডিভিশনের ক্লাবগুলো। একদিন তো বাবুন, স্বরূপদের বিদ্রোহে মাঝপথেই ভেস্তে যায় আইএফএ-র বৈঠক। গত মঙ্গলবার ফের প্রথম ডিভিশনের ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেছিল আইএফএ। আড়াই ঘণ্টার মেগা বৈঠকে নিজেদের দাবিতে অনড় থাকে প্রথম ডিভিশন ক্লাবগুলো। বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবের প্রতিনিধি হিসেবে বৈঠকে যোগ দেন মদন মিত্র। উত্তাপ আরও বেড়ে যায়। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রথম ডিভিশন ক্লাবগুলোর সঙ্গে কয়েক দিনের ব্যবধানে জোড়া করে মিটিং আইএফএ। কিন্তু তাতেও কোনও সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত বাধ্য হয়েই গভর্নিং বডির কোর্টে বল ঠেলে দিয়েছিল আইএফএ। রবিবার আইএফএর গভর্নিং বডি প্রথম ডিভিশনের ক্লাবগুলোর ‘দাবি’কেই স্বীকৃতি দিল। প্রথম ডিভিশন থেকে চারটে ক্লাবের প্রোমোশন হবে। অবনমন হবে দুটো ক্লাবের। প্রিমিয়ার ‘বি’-র ১০টি ক্লাবকে রাতারাতি প্রিমিয়ার ‘এ’-র সঙ্গে মিশিয়ে দেওয়ায় ক্ষোভ তৈরি হচ্ছিল প্রথম ডিভিশন ক্লাবগুলোর অন্দরে। ২৪টা ক্লাবের মধ্যে রাজ্যের নেতা মন্ত্রীর ৬টা ক্লাব খেলে প্রথম ডিভিশনে। সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং, মদন মিত্রর বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব, স্বরূপ বিশ্বাসের সুরুচি সংঘ, স্বপন বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের মতো ক্লাব রয়েছে সেখানে।

গত মঙ্গলবার প্রথম ডিভিশনের ক্লাবগুলোর সঙ্গে বৈঠকের পর আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁরা পিরামিড আকারের লিগ করতে চাইছেন। অর্থাৎ শীর্ষ সারিতে কম দল থাকবে। কিন্তু প্রথম ডিভিশন ক্লাবগুলি যে দাবি তুলছিল, তাতে এই ফরম্যাটে লিগ করা কঠিন। শেষ পর্যন্ত প্রথম ডিভিশন ক্লাবগুলোর দাবিই স্বীকৃতি পেল। রবিবার ছিল আইএফএ-র বর্তমান গভর্নিং কমিটির বিদায়ি সভা। নতুন মরসুমে সবুজ মেরুন খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস নামে। সেই আবেদন এ দিন অনুমোদিত হয় আইএফএ-র সভায়।

Leave a Reply