French Open 2023 Men’s Singles Final Report : মরসুমের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতে ছুঁয়েছিলেন রজার ফেডেরার, রাফায়েল নাদালদের। মরসুমের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফরাসি ওপেন জিতে ছাপিয়ে গেলেন।
Image Credit source: twitter
প্যারিস : যেমনটা প্রত্যাশা ছিল, ঠিক যেন তেমনই। আরও একটা গ্র্যান্ড স্লাম দখলে নিলেন সার্বিয়ান তারকা। কিংবদন্তি রজার ফেডেরার, স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে গ্র্যান্ড স্লাম সংখ্যায় ছাপিয়ে গেলেন নোভাক জকোভিচ। টেনিসে নতুন ইতিহাস। পুরুষদের সিঙ্গলসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম এখন নোভাক জকোভিচের দখলে। মরসুমের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতে ছুঁয়েছিলেন রজার ফেডেরার, রাফায়েল নাদালদের। মরসুমের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফরাসি ওপেন জিতে ছাপিয়ে গেলেন। ২৩টি মেজর ট্রফি নিয়ে তালিকায় শীর্ষে নোভাক। ফরাসি ওপেনের ফাইনালে গত বারের রানার্স নরওয়ের ক্যাসপার রুডকে হারালেন ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫’র স্ট্রেট সেটে। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলস ফাইনালে নোভাক জকোভিচ বনাম ক্যাসপার রুড ফাইনাল ম্যাচ রিপোর্ট TV9Bangla Sports-এ।
বিস্তারিত আসছে…