‘দয়া করে মাঠে আসা বন্ধ করুন’, বিরাট আউট হতেই অনুষ্কাকে নোংরা আক্রমণ


WTC Final 2023 : বিরাটকে হাফ সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরতে দেখে সমর্থকদের হতাশ হওয়াটাই স্বাভাবিক। সোশ্যাল মিডিয়ায় হতাশা ব্যক্ত করছেন নেটিজেনরা।

Image Credit source: Twitter

লন্ডন: যতক্ষণ বিরাট, ততক্ষণ ভরসা। রবিবার ওভালে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পঞ্চম দিনে ভারতীয় সমর্থকদের যাবতীয় আশা ভরসা ছিল কোহলির উপর। ৪৪৪ রান তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ৪১ রানে অপরাজিত ছিলেন বিরাট। পঞ্চম দিনে লক্ষ্যটা এসে দাঁড়ায় ২৮০। এই পরিস্থিতিতে বিরাট কোহলির থেকে বড় স্কোর আশা করছিলেন ভারতীয় সমর্থকরা। কিন্তু কোথায় কী? পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার ঘণ্টাখানেকও ক্রিজে টিকতে পারেননি বিরাট। স্কট বোল্যান্ডের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। বিরাটকে হাফ সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরতে দেখে সমর্থকদের হতাশ হওয়াটাই স্বাভাবিক। সোশ্যাল মিডিয়ায় হতাশা ব্যক্ত করছেন নেটিজেনরা। এমন প্রতিক্রিয়া স্বাভাবিক। তবে মাত্রা ছাড়িয়ে গেল তখন, যখন বিরাটের আউটের জন্য টেনে আনা হল অনুষ্কা শর্মাকে। অভিনেত্রীর উদ্দেশে ট্রোলদের বক্তব্য, “দয়া করে আর মাঠে আসবেন না।”

বিস্তারিত আসছে…



Leave a Reply