WTC Final 2023 : কলেজ পড়ুয়াদের মতো ভঙ্গিতে শুভমনের সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন। বিরাটের কাণ্ড দেখে নানা জনের নানা মন্তব্য।
Image Credit source: Twitter
লন্ডন: ২২ গজে বিরাট কোহলি হলেন ‘কমপ্লিট এন্টারটেইনমেন্ট প্যাকেজ’। ব্যাট হাতে বিনোদন দেওয়া তো রয়েছেই। কখনও গানের তালে নাচতে শুরু করে দেন। গ্যালারির দর্শকদের তাতাতে তাঁর জুটি নেই। এছাড়াও সতীর্থদের সঙ্গে খুনসুটি, মজায় মেতে উঠতে দেখা যায় তাঁকে। মাঠে সতীর্থদের সঙ্গে মজা করতে ভালোবাসেন বিরাট কোহলি। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অস্ট্রেলিয়ার ইনিংসের সময়ের ভিডিয়ো সেটি। শুভমন স্লিপে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন। উল্টো দিক থেকে যাওয়ার সময় গিলকে চমকে দেওয়ার চেষ্টা করেন বিরাট। সতীর্থ গোপন জায়গায় হাত দেওয়ার ভান করেন তিনি। তার থেকেও মজার হল, বিরাট হাত বাড়িয়ে চমকে দেওয়ার চেষ্টা করলে স্বাভাবিকভাবেই গিল দুটি হাত দিয়ে সামনে দিয়ে আড়াল করার চেষ্টা করেন। বিরাটের খুনসুটি আর গিলের প্রতিক্রিয়া দেখে হেসে খুন দর্শকরা।
মাঠের বাইরেও বিরাট ও শুভমনের মধ্যে দারুণ সম্পর্ক। ভারতীয় ক্রিকেটের কিং ও প্রিন্সের মধ্যে রয়েছে স্পেশাল বন্ডিং। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সঙ্গে এফএ কাপের ফাইনাল দেখতে গিয়েছিলেন শুভমন। খুব সম্ভবত একটি হুডিও দু’জনকে শেয়ার করে পরতে দেখা গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনের। শুরুতেই বড় উইকেট পেয়ে যায় ভারত। মার্নাস লাবুশেনকে ফেরান উমেশ যাদব। মাঠে তখন ফুরফুরে মেজাজে বিরাট। কলেজ পড়ুয়াদের মতো ভঙ্গিতে অনুজের সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন। বিরাটের কাণ্ড দেখে নানা জনের নানা মন্তব্য। একজনের জিজ্ঞাসা, কোহলি আসলে কী করতে চাইছিলেন? নিজের মতো করে উত্তর খুঁজে নিয়েছেন নেটিজেনরা।
😭😭😭 pic.twitter.com/xPxBuVwwHi
— whyrat käwhli (@anubhav__tweets) June 10, 2023
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পঞ্চম তথা শেষদিন আজ। অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের লক্ষ্য সামনে। ভারতকে লড়াইয়ে রেখেছে বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে জুটি। এই দুজনের উপর টিকে রয়েছে যাবতীয় আশা-ভরসা। পঞ্চম দিনের শুরুটা ভারতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ক্রিজ আঁকড়ে পড়ে থেকে কোহলি-রাহানে জুটি ভারতকে উতরে দিতে পারেন কি না সেদিকেই সকলের নজর।