লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে নাম লেখালেন সুরেশ রায়না, ‘মিস্টার আইপিএল’ কত দাম নির্ধারণ করলেন?


Lanka Premier League 2023 : চলতি জুনের ১৪ তারিখ লঙ্কা প্রিমিয়ার লিগের নিলাম রয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ৩০ জুলাই। এ বারের লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে নাম লিখিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না।

লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে নাম লেখালেন সুরেশ রায়না, ‘মিস্টার আইপিএল’ কত দাম নির্ধারণ করলেন?

Image Credit source: Twitter

নয়াদিল্লি : তিনি পরিচিত মিস্টার আইপিএল নামে। তবে এখন তিনি আর আইপিএলে (IPL) খেলেন না। বরং এ বছরের আইপিএলে তাঁকে দেখা গিয়েছিল কমেন্ট্রি বক্সে। কথা হচ্ছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাকে (Suresh Raina) নিয়ে। ২০২২ সালে সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। এ বার চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার নাম লিখিয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে। চলতি জুনের ১৪ তারিখ লঙ্কা প্রিমিয়ার লিগের নিলাম রয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ৩০ জুলাই। চলবে ২০ অগস্ট অবধি। লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে সুরেশ রায়না তাঁর কত দাম নির্ধারণ করেছেন জানেন? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে ৫০ হাজার মার্কিন ডলার বেস প্রাইসে নাম লিখিয়েছেন সুরেশ রায়না। এ বার লঙ্কা প্রিমিয়ার লিগের চতুর্থ সংস্করণ হবে। মিস্টার আইপিএল সময়ের সঙ্গে সঙ্গে কোটিপতি লিগে ব্রাত্য হয়ে যান। ২০২২ সালের আইপিএলে দল না পাওয়ার ফলে তিনি সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দেন। তবে আইপিএলে রায়না ব্রাত্য হলেও বিদেশি টি-২০ লিগগুলিতে তাঁর কদর রয়েছে। তিনি আগেই আইপিএল ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে বিদেশি লিগগুলিতে খেলার ক্ষেত্রে তাঁর কোনও বাধা নেই।

রায়না ২০২২ সালের ডিসেম্বরে আবুধাবি টি-টেন লিগে অংশ নিয়েছিলেন। তিনি সেখানে চ্যাম্পিয়ন দল ডেকান গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাত্র ৩৬ রান করেছিলেন। শেষ বার রায়না এ বছরের মার্চ মাসে লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলেছিলেন। রায়না এ বার লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে দল পেলে তিনি এই লিগে খেলা দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হবেন। রায়নার আগে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ইতিমধ্যে জানিয়েছে যে, ১৪০ জন বিদেশি ক্রিকেটার সহ ৫০০ জনেরও বেশি ক্রিকেটার নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন। এ বছরের লঙ্কা প্রিমিয়ার লিগে পাঁচটি দল অংশগ্রহণ করবে এবং প্রতিটি দল নিলামের সময় ৫ লক্ষ মার্কিন ডলার খরচ করতে পারবে।



Leave a Reply