জোড়া উইকেটে কাউন্টি অভিষেক অর্শদীপ সিংয়ের


County Cricket: ইংল্যান্ড জাতীয় দলের কিপার-ব্যাটার বেন ফোকসকে লেগ বিফোর করেন তিনি। ওভার দ্য উইকেট বোলিং করছিলেন। তাঁর ইনসুইয়ে লেগ বিফোর বেন ফোকস। কাউন্টি ক্রিকেটে অর্শদীপের প্রথম শিকার ফোকস।

Image Credit source: twitter

ক্যান্টারবেরি : কাউন্টি ক্রিকেটে অভিষেকেই নজর কারলেন ভারতের বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে কার্যত নিয়মিত সদস্য। টেস্ট দলে এখনও ডাক পাননি। তবে অর্শদীপ যে টিম ম্যানেজমেন্টের ভাবনায় রয়েছে, কাউন্টি ক্রিকেটে খেলার সিদ্ধান্তেই স্পষ্ট। সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু হচ্ছে ভারতের। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারতীয় দল। সীমিত ওভারের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্টও খেলবে ভারত। দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টানা দু-বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও রানার্স হয়েছে ভারত। আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য নতুনদের তুলে আনাও লক্ষ্য থাকবে। তার আগে প্রথম শ্রেনির ক্রিকেটে অর্শদীপের পারফরম্যান্সে নজর থাকবে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইংল্যান্ডে খেলা হয় ডিউক বলে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও হয়েছে এই বলেই। কাউন্টি ক্রিকেটে খেলে এই বলে ভালো পারফর্ম করার প্রস্তুতি নিতে পারবেন অর্শদীপ। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের সূচি ঘোষণা হয়েছে। টেস্ট স্কোয়াডে দেখা যেতে পারে অর্শদীপ সিংকে। ওয়েস্ট ইন্ডিজেও ডিউক বলে খেলা হবে। আইপিএল শেষেই কাউন্টি ক্রিকেটে কয়েকটি ম্যাচ খেলার কথা ছিল অর্শদীপের। কেন্টে সই করেছেন অর্শদীপ। সারের বিরুদ্ধে অভিষেক হল তাঁর।

ক্যান্টারবেরিতে সারের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে কেন্ট। প্রথম ইনিংসে কেন্ট ৩০১ রান করে। জবাবে সারেকে মাত্র ১৪৫ রানেই অলআউট করে কেন্ট। এর মধ্যে দুটি উইকেট নিয়েছেন অর্শদীপ সিং। ইংল্যান্ড জাতীয় দলের কিপার-ব্যাটার বেন ফোকসকে লেগ বিফোর করেন তিনি। ওভার দ্য উইকেট বোলিং করছিলেন। তাঁর ইনসুইয়ে লেগ বিফোর বেন ফোকস। কাউন্টি ক্রিকেটে অর্শদীপের প্রথম শিকার ফোকস। সারের পেস বোলিং অলরাউন্ডার ড্যানিয়েল ওব়্যালকে বোল্ড করেন অর্শদীপ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৯৭ রান তুলেছে কেন্ট। সব মিলিয়ে ৩৫৩ রানে এগিয়ে কেন্ট।



Leave a Reply