Pat Cummins vs Rohit Sharma : ভারতীয় ক্রিকেট মহল একযোগে বলছে, ওই থার্ড আম্পায়ারের জন্যই ভারতকে ওভালে হারতে হল। ব্যাপারটা অনেকটা এ রকম, ক্যামেরন গ্রিনের ক্যাচটা যদি নাকচ করে দেওয়া হত, শুভমন গিল একাই জিতিয়ে দিতেন। এই বিতর্ক নিয়ে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) খোঁচা দিতে ছাড়েননি। এ বার রোহিতকে পাল্টা দিলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স (Pat Cummins)।
WTC Final 2023 : ‘বিশ্বসেরা আম্পায়ার’, ক্যাচ বিতর্কে রোহিতকে পাল্টা খোঁচা কামিন্সের
লন্ডন : ঠান্ডা ঘরে বসে আম্পায়ার যে সিদ্ধান্ত নিচ্ছেন, তা কতটা সঠিক? ক্রিকেটে থার্ড আম্পায়ারকে নিয়ে এই বিতর্কের শেষ নেই। হালফিলের ক্রিকেটে মাঠের ২ আম্পায়ারের মতোই অনেকখানি গুরুত্বপূর্ণ থার্ড আম্পায়ারের ভূমিকা। নো বল, স্টাম্পিং, রান আউট, ক্যাচ বিতর্কের অবসান এই আম্পায়ারই করে থাকেন। কিন্তু ওভালে থার্ড আম্পায়ার রিচার্ড কেটেলবরোর সিদ্ধান্ত নিয়ে ফুটছে ক্রিকেট দুনিয়া। ভারতীয় ক্রিকেট মহল একযোগে বলছে, ওই থার্ড আম্পায়ারের জন্যই ভারতকে ওভালে হারতে হল। ব্যাপারটা অনেকটা এ রকম, ক্যামেরন গ্রিনের ক্যাচটা যদি নাকচ করে দেওয়া হত, শুভমন গিল একাই জিতিয়ে দিতেন। এই বিতর্ক নিয়ে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) খোঁচা দিতে ছাড়েননি। এ বার রোহিতকে পাল্টা দিলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স (Pat Cummins)। আম্পায়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তা সমর্থন করে কামিন্সের যুক্তি, রিচার্ড বিশ্বের সেরা আম্পায়ার। কেন এমন বলছেন কামিন্স? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ক্যাচ বিতর্কে অজি অধিনায়ক বলছেন, ‘ক্যাচটা ১০০ শতাংশ সঠিক। গ্রিনের আবেদনে কোনও ভুল ছিল না। একটা ব্যাপার ভুলে গেলে চলবে না, আমরা মাঠে যখন খেলতে নামি, তখন পুরোটাই ছেড়ে দিই আম্পায়ারের উপর। রিচার্ড বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার। ক্রিকেটের নিয়ম সম্পর্কে দারুণ ওয়াকিবহাল। উনি সব অ্যাঙ্গল থেকে ক্যাচটা খতিয়ে দেখেছেন। ১০০ মিটার দূর থেকে জায়ান্ট স্ক্রিন দেখে একজন ক্রিকেট ভক্ত অনেক কিছুই বলতে পারেন। কিন্তু আমি রিচার্ডের সিদ্ধান্তকেই সমর্থন করব।’
একরাশ হতাশা থাকলে তা এক সময় ঝরে পড়বেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শেষ হওয়ার ২৪ ঘণ্টা এখনও কাটেনি। রবিবার ভরদুপুরে অজি আগ্রাসনের সামনে পরাজয় স্বীকার করেছে ভারত। পরিস্থিতি যেমন থাকুন না কেন ম্যাচের শেষে দুই দলের অধিনায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। অজি শিবিরে যখন প্রথম বার বিশ্ব টেস্ট ফাইনাল জিতে খুশির হাওয়া, ভারতীয় শিবিরে তার ঠিক উল্টো ছবি। গত ১০ বছরের আইসিসি ট্রফির খরা কাটাতে পারল না ভারত। WTC ফাইনালে টিম ইন্ডিয়ার হারের একাধিক কারণ তুলে ধরা হচ্ছে। যার মধ্যে জড়িয়ে রয়েছেন ভারতের জন্য ‘আনলাকি’ আম্পায়ার রিচার্ড কোটেলবরো। যিনি শুভমন গিলের আউটের সিদ্ধান্ত জানিয়েছিলেন। তাঁর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা থামছেই না। রোহিত শর্মাও তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। আইসিসির প্রযুক্তি ব্যবহার নিয়েও আঙুল তোলেন ভারত অধিনায়ক। প্রযুক্তির ব্যবহারের দিকে রোহিত উদাহরণ দেন আইপিএলের।
WTC ফাইনালে হেরে প্রেস কনফারেন্সে রোহিত বলেন, ‘আমার মনে হয় তৃতীয় আম্পায়ার আরও বেশি বার রিপ্লে দেখতে পারতেন। ক্যাচটা ঠিক ভাবে ধরা হয়েছিল কিনা, তা সম্পর্কে আরও নিশ্চিত হওয়া উচিত ছিল। তিনি তিন বা চার বার দেখেই সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। আমাদের মনে হয়, আরও বেশি ক্যামেরায় রিপ্লেটা দেখা উচিত ছিল। আরও বেশি দিক থেকে ক্যাচটা দেখা যেতেই পারত। মাত্র দু’টো কি একটা ক্যামেরায় ক্যাচের রিপ্লে দেখানো হয়েছিল। আইপিএল অন্তত ১০টা বেশি ক্যামেরায় বিভিন্ন দিক দেখার সুযোগ থাকে।’
শুধু আম্পায়ারের দিকেই আঙুল তোলেননি ভারত অধিনায়ক। তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রযুক্তির ব্যবহার নিয়েও প্রশ্ন করেন। রোহিতের মতে, ‘বিশ্ব পর্যায়ের এমন একটা ফাইনাল ম্যাচে কেন আল্ট্রা মোশনের ব্যবস্থা ছিল না তা আমি জানি না। আরও জুম করে দেখা যেতে পারত। এই বিষয়টা সত্যিই আমাকে হতাশ করেছে।’
ভারতীয় শিবিরকে WTC হারের যন্ত্রণার মাঝেই একাধিক সমালোচনাও শুনতে হচ্ছে। একইসঙ্গে বিশ্ব টেস্ট ফাইনালে স্লো ওভার রেটের জন্য ভারতীয় ক্রিকেটারদের ১০০ শতাংশ ম্যাচ ফি-ও কাটা গিয়েছে।