Borja Herrera : স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরাকে সই করিয়ে শক্তি বাড়াল ইস্টবেঙ্গল (East Bengal)।
East Bengal: হায়দরাবাদের স্প্যানিশ মিডিও বোরহা হেরেরাকে সই করাল ইস্টবেঙ্গল
কলকাতা : টানা ব্যর্থতার দায় আর কতদিন সহ্য করা যায়? এ বার সকল ব্যর্থতা ছেড়ে ফেলতে মরিয়া ইস্টবেঙ্গল। নতুন মরসুমে, নতুন উদ্যমে দলগঠনের কাজ এগিয়ে নিয়ে চলেছে ইস্টবেঙ্গল। শুধু স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতকে সই করিয়েই থেমে থাকছে না লাল-হলুদ শিবির। বরং ভালো টিম গড়ার দিকেও ফোকাস করেছেন কর্তারা। এ বার স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরাকে (Borja Herrera) সই করাল ইস্টবেঙ্গল (East Bengal)। গত মরসুমে স্প্যানিশ মিডিও বোরহা হায়দরাবাদ এফসিতে খেলেছিলেন। এ বার এক বছরের চুক্তিতে লাল-হলুদ শিবিরে যোগ দিলেন বোরহা। আজ, ১২ জুন সোমবার ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। গত ১৯ মে TV9Bangla-য় প্রকাশিত হয়েছিল – East Bengal: ইস্টবেঙ্গলে প্রায় পাকা স্প্যানিশ মিডিও বোরহা। এ বার সেই খবরেই সিলমোহর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…