১৫ অক্টোবর ভারত-পাক মহারণ, ইডেনে কার বিরুদ্ধে খেলবেন রোহিতরা? ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশ্যে


ICC Men’s Cricket World Cup 2023 : বিশ্বকাপের মঞ্চে ভারত-পাক মহারণের জন্য ভেনু হিসেবে পছন্দ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। কবে শুরু হচ্ছে এ বারের ওডিআই বিশ্বকাপ?

Image Credit source: Twitter

কলকাতা: বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পরই ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশ করার কথা জানিয়েছিল বিসিসিআই (BCCI)। চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে দেশের মাটিতে বিশ্বকাপের আসর। সেইমতো ওডিআই বিশ্বকাপের জন্য ড্রাফ্ট শিডিউল আইসিসিকে দিয়েছে বিসিসিআই। প্রস্তাবিত সূচি ও ভেনু পাঠিয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলিকে (ICC ODI World Cup 2023)। ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই যে প্রস্তাবিত সূচি পাঠিয়েছে তাতে ভারত-পাকিস্তান মহারণ হচ্ছে আমেদাবাদের লক্ষাধিক দর্শকাসন বিশিষ্ট নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই। অর্থাৎ, পাকিস্তানের আপত্তি ধোপে টিকছে না। পিসিবি জানিয়েছিল, নকআউট ছাড়া বিশ্বকাপের ম্যাচগুলি কলকাতা ও চেন্নাইয়ে খেলতে চায় তারা। বাবর আজমদের বোর্ডের ইচ্ছে অনুযায়ী,  পাকিস্তানের অধিকাংশ ম্যাচ খেলা হবে কলকাতা ও চেন্নাইয়ে। তবে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ নিয়ে কম্প্রোমাইজ করতে রাজি নয় বিসিসিআই। বিশ্বকাপের মঞ্চে ভারত-পাক মহারণের (India vs Pakistan) জন্য ভেনু হিসেবে পছন্দ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। কবে শুরু হচ্ছে এ বারের ওডিআই বিশ্বকাপ? ইডেন গার্ডেন্সে কোন কোন ম্যাচ আয়োজনের দায়িত্ব পাচ্ছে? প্রস্তাবিত সূচি কী জানাচ্ছে? TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে রইল বিস্তারিত।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, ৫ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে ৫০ ওভারের ফরম্যাটের বিশ্বকাপ। আয়োজক হলেও উদ্বোধনী ম্যাচ খেলছে না ভারত। প্রথম ম্য়াচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনাল খেলেছিল এই দুটি টিম। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হচ্ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড দ্বৈরথ দিয়ে। ভারতীয় দল অভিযান শুরু করবে এর ঠিক তিনদিন পর। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। যদিও প্রস্তাবিত সূচিতে দুটি সেমিফাইনালের ভেনুর উল্লেখ নেই। ম্যাচ দুটি ১৫ ও ১৬ নভেম্বর খেলার কথা। ভারতীয় দল গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলবে ইডেন গার্ডেন্স-সহ মোট ৯টি ভেনুতে।

  • ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর: চেন্নাই
  • ভারত বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর : দিল্লি
  • ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর : আমেদাবাদ
  • ভারত বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর : পুনে
  • ভারত বনাম নিউজিল্যান্ড, ২২ অক্টোবর : ধর্মশালা
  • ভারত বনাম ইংল্যান্ড, ২৯ অক্টেবর : লখনউ
  • ভারত বনাম কোয়ালিফায়ার টিম, ২ নভেম্বর : মুম্বই
  • ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর : কলকাতা
  • ভারত বনাম কোয়ালিফায়ার, ১১ নভেম্বর : বেঙ্গালুরু

পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলবে মোট পাঁচটি ভেনুতে। ভারতের বিরুদ্ধে আমেদাবাদ ছাড়া পাকিস্তানের বাকি ভেনুগুলি হল-

  • পাকিস্তান বনাম কোয়ালিফায়ার ১, ৬ অক্টোবর :হায়দরাবাদ
  • পাকিস্তান বনাম কোয়ালিফায়ার ২, ১২ অক্টোবর : হায়দরাবাদ
  • ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর : আমেদাবাদ
  • পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, ২০ অক্টোবর : বেঙ্গালুরু
  • পাকিস্তান বনাম আফগানিস্তান, ২৩ অক্টোবর : চেন্নাই
  • পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, ২৭ অক্টোবর : চেন্নাই
  • পাকিস্তান বনাম বাংলাদেশ, ৩১ অক্টোবর : কলকাতা
  • পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, ৫ নভেম্বর : বেঙ্গালুরু
  • পাকিস্তান বনাম ইংল্যান্ড, ১২ নভেম্বর : কলকাতা

অন্যান্য বড় ম্যাচগুলির মধ্যে ২৯ অক্টোবর ধর্মশালা স্টেডিয়ামে খেলা হবে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচ। এরপর ৪ নভেম্বর রয়েছে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ। ১ নভেম্বর পুনেতে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দ্বৈরথ রয়েছে।

Leave a Reply