চ্যাম্পিয়ন কোচেই আস্থা, জুলাইয়ে শুরু সিনিয়র দলের অনুশীলন


এ বছর আইএসএলের লিগ শিল্ড জেতার লক্ষ্যে ঝাঁপাতে চায় মোহনবাগান। ফেরান্দোর হাতে আরও শক্তিশালী দল তুলে দিতে চাইছে ম্যানেজমেন্ট।

Image Credit source: Twitter

কলকাতা: চ্যাম্পিয়ন কোচেই আস্থা রাখল মোহনবাগান। আরও এক বছর হুয়ান ফেরান্দোকে কোচ হিসেবে রেখে দিল সবুজ-মেরুন শিবির। গত মরসুমেই স্প্যানিশ কোচের হাত ধরে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। লিগ শিল্ড না জিতলেও, ট্রফি এসেছে ঘরে। তাই ফেরান্দোর উপরেই আস্থা রাখল সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। এ বছর আইএসএলের লিগ শিল্ড জেতার লক্ষ্যে ঝাঁপাতে চায় মোহনবাগান। ফেরান্দোর হাতে আরও শক্তিশালী দল তুলে দিতে চাইছে ম্যানেজমেন্ট। সেই মতো দলগঠনেও জোর দিচ্ছেন কর্তারা। কলকাতা লিগে মোহনবাগানের কোচিং করাবেন বাস্তব রায়। মূলত ডেভলেপমেন্ট টিমের ফুটবলাররাই খেলবেন কলকাতা লিগে। নতুন মরসুমে ফেরান্দোর প্রথম অ্যাসাইনমেন্ট এএফসি কাপ।

১৫ জুলাই থেকে অনুশীলনে নামছে মোহনবাগানের সিনিয়র দল। দিমিত্রি পেত্রাতোস, ব্রেন্ডন হ্যামিলরা এখন ছুটি কাটাচ্ছেন। নতুন মরসুমে এএফসি কাপ দিয়েই অভিযান শুরু করবে ফেরান্দোর দল। সূচি এখনও ঘোষণা হয়নি। কলকাতা লিগ আর ডুরান্ডে খেলবে মোহনবাগানের ডেভলেপমেন্ট টিমই। এএফসি কাপে শেষ দু’বছর ভালো শুরু করেও, শেষটা ভালো হয়নি। এ বারে এএফসিতে ভালো পারফরমেন্সের লক্ষ্যে মরিয়া মোহনবাগান। আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী মোহনবাগান সুপারজায়ান্টের অন্যতম ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা। ফেরান্দোর সঙ্গে আরও ১ বছরের চুক্তি নবীকরণের পর তিনি বলেন, ‘গত মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর নতুন মরসুমে ওর কাছ থেকে আরও বেশি সাফল্য আর ট্রফি প্রত্যাশা করছি।’

সবুজ-মেরুনে আরও এক বছর থাকতে পেরে খুশি ফেরান্দো। তিনি বলেন, ‘১৫ জুলাইয়ের আগেই ফুটবলাররা কলকাতায় এসে যাবে। সমর্থকদের কাছে আমার প্রতি প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ তো থাকবেই। একই সঙ্গে এএফসিতে ভালো ফল করতেও চাই।’

Leave a Reply