Team India, WTC Final 2023: প্রথম দিনের শেষ সেশনে দাপট দেখান স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড। চতুর্থ উইকেটে ২৮৫ রানের জুটি গড়েন তাঁরা। এই জুটিই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন বলে মত বোর্ড প্রেসিডেন্টের।
Image Credit source: twitter
মুম্বই: টানা দু-বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত। উদ্বোধনী সংস্করণে নিউজিল্যান্ডের কাছে হার। এ বার অস্ট্রেলিয়ার কাছে। ওভালে ২০৯ রানের বড় ব্যবধানে হার ভারতের। টস জিতে ফিল্ডিং, রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানো, ব্যাটিং ব্যর্থতা নিয়ে অনেক প্রাক্তন ক্রিকেটারই মুখ খুলেছেন। দু-মাস আইপিএল খেলার পর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতে হাতে খুবই কম সময় ছিল। প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে আদৌ কতটা চাপ দেওয়া হয়েছিল প্রশ্ন থাকেই। প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় ছিল না এমনটা স্বীকার করে নেন হেড কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার নিয়ে এ বার মুখ খুললেন বোর্ড সভাপতি তথা ১৯৮৩ সালের বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য রজার বিনি। কোথায় হারল ভারত! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রথম ইনিংসে ৪৬৯ রানের বিশাল স্কোর গড়ে অস্ট্রেলিয়া। ম্যাচে ফিরতে ভারতীয় দলকে ভালো ব্যাটিং করতে হত। যদিও ফ্লপ টপ অর্ডার। শুভমন গিল, চেতেশ্বর পূজারা জাজমেন্ট দিয়ে বোল্ড হন। দুই ইনিংসেই পূজাররা আউটের ধরন অবাক করার মতোই। দলের সিনিয়র প্লেয়ার, একশোর বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা, আইপিএলেও ছিলেন না। কাউন্টি ক্রিকেটে প্রস্তুতি সেরেছেন পূজারা। কোনও প্রস্তুতিই কাজে লাগেনি।
সংবাদ সংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে বোর্ড সভাপতি রজার বিনি বলেন, ‘আমরা কার্যত প্রথম দিনই ম্যাচ হেরেছি। ম্যাচের টার্নিং পয়েন্ট ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের জুটি। এই পার্টনারশিপটা বাদ দিলে সমানে সমানে লড়াই হয়েছে। তবে পঞ্চম দিন আমরা কিছুটা আশা জুগিয়েছিলাম। তবে ২০০ প্লাস পার্টনারশিপটাই পুরো পরিস্থিতি পাল্টে দিয়েছিল।’
টস হেরে ব্যাট করতে নেমে ৭৬ রানেই তিন উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতের কাছে সুযোগ ছিল দ্রুত তাদের অলআউট করা। প্রথম দিনের শেষ সেশনে দাপট দেখান স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড। চতুর্থ উইকেটে ২৮৫ রানের জুটি গড়েন তাঁরা। এই জুটিই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন বলে মত বোর্ড প্রেসিডেন্টের।