FC Barcelona : রিলসে ইস্টবেঙ্গলের লোগোর কার্ড এমন একটা জায়গায় রয়েছে যার আশেপাশে ইউরোপের সব বিখ্যাত ফুটবল ক্লাবগুলি।
Image Credit source: Twitter
কলকাতা: একটি সাদামাটা ফেসবুক রিলস। স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনার তরফে ক্লাবের লোগো তৈরির একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেই সাটামাটা ভিডিয়োর মধ্যে যেন ‘হীরে’ খুঁজে পেলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। এমন চমক মোটেও আশা করেননি লাল হলুদ জনতা। বার্সেলোনার পোস্ট করা ওই রিলসের মধ্যে খুঁজে পাওয়া গেল লাল হলুদের লোগো! যা নিয়ে ব্যপক হইচই নেটপাড়ায়। রিলসে ইস্টবেঙ্গলের লোগোর কার্ড এমন একটা জায়গায় রয়েছে যার আশেপাশে ইউরোপের সব বিখ্যাত ফুটবল ক্লাবগুলি। ম্যাঞ্চেস্টার সিটি, চেলসি, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড ইত্যাদি ইত্যাদি। তারই মধ্যে কলকাতা ময়দানের শতাব্দীপ্রাচীন ক্লাবের উপস্থিতি দেখে আবেগে ভাসছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।
বিস্তারিত আসছে…