অনবদ্য শতরানে ডনকে ছাপিয়ে গেলেন জো রুট


TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Updated on: Jun 16, 2023 | 10:22 PM

Ashes Series, ENG vs AUS: ইংল্যান্ডের বাজবল স্টাইলে তিনিও যে গুরুত্বপূর্ণ সদস্য আরও একবার দেখিয়ে দিলেন জো রুট। টেস্ট কেরিয়ারে ৩০তম শতরান। সংখ্যায় ছাপিয়ে গেলেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে।

Joe Root: অনবদ্য শতরানে ডনকে ছাপিয়ে গেলেন জো রুট

বার্মিংহ্যাম: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসে ছিলেন। টেস্ট ‘স্পেশালিস্ট’ জো রুট বলতে গেলে খেলারই সুযোগ পাননি। তাই টেস্টে যেন টি-টোয়েন্টি খেললেন। ইংল্যান্ডের বাজবল স্টাইলে তিনিও যে গুরুত্বপূর্ণ সদস্য আরও একবার দেখিয়ে দিলেন জো রুট। টেস্ট কেরিয়ারে ৩০তম শতরান। সংখ্যায় ছাপিয়ে গেলেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে। কেরিয়ারে ২৯টি শতরান রয়েছে অজি কিংবদন্তি ডনের। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপও গড়লেন। একটা ইনিংসে বেশ কিছু রেকর্ড জো রুটের দখলে। তবে পুরো ইনিংসের কিছু শট আলাদা করে নজর কাড়ল। প্রথম বার এমন শট খেললেন তা নয়। ইংল্যান্ড শিবিরে দাপুটে ইনিংস এল জো রুটের ব্যাটেই। ১৪৫ বলে শতরানে পৌঁছন জো রুট। অর্ধশতরান করেন জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো। অ্যাসেজ সিরিজের এজবাস্টনে প্রথম দিনের বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply