এশিয়া কাপের আগেই মহাযুদ্ধ, ভারতে আসার সবুজ সংকেত পাকিস্তানকে


TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Jun 16, 2023 | 1:11 PM

SAFF Championship 2023: চলতি জুনের ২১ তারিখ শুরু হতে চলেছে সাফ চ্যাম্পিয়নশিপ। এ বারের সাফ কাপে খেলার জন্য ভারতে আসার জন্য এতদিন অনুমতি পায়নি পাকিস্তান ফুটবল দল। এ বার পাকিস্তানের ভারতে খেলতে আসা নিয়ে সংশয়ের মেঘ কাটল।

India vs Pakistan : এশিয়া কাপের আগেই মহাযুদ্ধ, ভারতে আসার সবুজ সংকেত পাকিস্তানকে

এশিয়া কাপের আগেই মহাযুদ্ধ, ভারতে আসার সবুজ সংকেত পাকিস্তানকে

Image Credit source: Pakistan Football Federation Twitter

নয়াদিল্লি : মাস দু’য়েক পরে ২২ গজে দেখা যাবে ভারত-পাক (India vs Pakistan) মহারণ। এশিয়া কাপের (Asia Cup) মঞ্চে মুখোমুখি হবে দুই দল। তার আগেই অবশ্য ফুটবলের ময়দানে মহাযুদ্ধে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত এবং পাকিস্তান। আগামী ২১ জুন বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship)। সেখানেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দিনকয়েক আগে পাকিস্তান ফুটবল টিমের ভারতে এসে সাফ কাপ খেলা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। ভারতে খেলতে আসার জন্য পাকিস্তান সরকারের কাছে এনওসি চেয়েছিল পাক ফুটবল ফেডারেশন। এতদিন তাতে সায় না দিলেও, এ বার পাক সরকারের পক্ষ থেকে সাফ কাপে পাকিস্তানের খেলতে আসা নিয়ে সবুজ সংকেত পাওয়া গিয়েছে। ফলে পাকিস্তানের ভারতে খেলতে আসা নিয়ে সংশয়ের মেঘ কাটল। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply