চারটি রেড কার্ড, জার্সি ছেড়াছেড়ি; আমেরিকা-মেক্সিকো ম্যাচে ধুন্ধুমার


USA vs Mexico Match Chaos: ম্যাচটি হয়েছে লাস ভেগাসে। ঘরের মাঠে ম্যাচে এমন পরিস্থিতি নিয়ে লজ্জিত নন আমেরিকার কোচ! জার্সি ছেড়াছেড়ি, চারটি রেড কার্ড, স্লোগান। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী কোচ বিজে ক্যালাঘান জয় দিয়ে অভিযান শুরু করলেন।

Image Credit source: twitter

লাস ভেগাস: কনকাকাফ নেশন্স লিগের ফাইনালে জায়গা করে নিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেমিফাইনালে ৩-০ ব্যবধানে মেক্সিকোকে হারাল তারা। যদিও ম্যাচটি উল্লেখযোগ্য হয়ে থাকল অন্য কারণে। মাঠে যেমন চূড়ান্ত উত্তেজনা তেমনই গ্যালারি থেকে সমকামী স্লোগানে নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হল ম্যাচ। ক্রিশ্চিয়ান পুলিসিচের জোড়া গোল এবং রিকার্ডো পেপির গোলে ৩-০ ব্যবধানে জিতল মার্কিন যুক্তরাষ্ট্র। মেক্সিকোর বিরুদ্ধে গত আধডজন ম্যাচে অপরাজিত তকমা ধরে রাখল মার্কিন যুক্তরাষ্ট্র। কনকাকাফ নেশন্স লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ কানাডা। মার্কিন যুক্তরাষ্ট্র বনাম মেক্সিকো ম্যাচে চার ফুটবলারকে রেড কার্ড দেখানো হল। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্টন ম্যাকেনি, সের্গিনো ডেস্ট এবং মেক্সিকোর সিজার মন্তেস ও জেরার্ডো আর্তেগা রেড কার্ড দেখেন। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ম্যাচটি হয়েছে লাস ভেগাসে। ঘরের মাঠে ম্যাচে এমন পরিস্থিতি নিয়ে লজ্জিত নন আমেরিকার কোচ! জার্সি ছেড়াছেড়ি, চারটি রেড কার্ড, স্লোগান। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী কোচ বিজে ক্যালাঘান জয় দিয়ে অভিযান শুরু করলেন। ম্যাচ শেষে বলেন, ‘এই ম্যাচগুলো চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এগুলো ডার্বি ম্যাচ। সারা বিশ্বেই এই ধরনের ম্যাচে উত্তেজনা দেখা যায়। আমি কোনও ভাবেই লজ্জিত নই।’ কোচ হিসেবে প্রথম ম্যাচেই জয়। তিনি আরও যোগ করলেন, ‘দলের সকলেই সকলের পাশে রয়েছে। তাই যাঁরা রেড কার্ড দেখছে, তাদের নিয়ে কোনও অস্বস্তি নেই। বাকি সতীর্থরা সমস্ত পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল।’

গ্যালারি থেকে লাগাতার সমকাম নিয়ে স্লোগান আসছিল। ম্যাচের ৯০ মিনিটে যার কারণে ম্যাচ থামিয়ে দেন সালভাদোরের রেফারি। পুনরায় ম্যাচ শুরু হলে ১২ মিনিট অ্যাডেড টাইম দেন রেফারি। যদিও ৮ মিনিট পরই ম্যাচ শেষ করে দেন। এ বছরের শুরুতেই মেক্সিকোতে একটি ম্যাচে সমকাম বিরোধী স্লোগানের জেরে মেক্সিকোকে ১ লক্ষ সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা। মার্কিন যুক্তরাষ্ট্রের কোচ ক্যালাঘান আরও বলছেন, ‘স্লোগানের ক্ষেত্রে আমি পরিষ্কার করতে চাই, আমাদের সংস্কৃতিতে কোনও ম্যাচেই এটা কাম্য নয়।’ ফাইনালে ম্যাকেনি এবং ডেস্টকে পাবে না মার্কিন যুক্তরাষ্ট্র। দলের তারকা ফুটবলার টিম উইয়া বলেন, ‘আমাদের জন্য অনেক বড় ধাক্কা। তবে এরকম উত্তেজনার ম্যাচে হতেই পারে।’



Leave a Reply