IND vs WI : সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। টিম ইন্ডিয়ার হারের জন্য সিংহভাগ দায়টা গিয়েছে রোহিতের ঘাড়েই। প্রবল সমালোচনায় বিদ্ধ তিনি। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে ভারতের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরের পুরোটায় হয়তো অধিনায়ক রোহিত শর্মাকে পাওয়া যাবে না। ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, অনেকেই বলছেন রোহিতে নাকি আস্থা হারাচ্ছে বোর্ড! তাই পুরো ক্যারিবিয়ান সফরে রাখা হচ্ছে না তাঁকে।
পুরো ক্যারিবিয়ান সফরে রাখা হচ্ছে না! রোহিতে আস্থা হারাচ্ছে বোর্ড?
মুম্বই : উত্থান-পতন সকলের জীবনের অঙ্গ। সাধারণ মানুষ থেকে কিংবদন্তি ক্রীড়াবিদরাও তাঁদের জীবনে বিভিন্ন সময় উত্থান-পতন দেখেন। অনেক কিংবদন্তি ক্রিকেটার তাঁদের কেরিয়ারে কখনও না কখনও খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। সময়ে সময়ে রান করতে পারেননি বলে বা উইকেট পাননি বলে কেউ কেউ প্রবল সমালোচিত হয়েছেন। কিন্তু তাঁরা ফিরেও এসেছেন। ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে না। সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। টিম ইন্ডিয়ার হারের জন্য সিংহভাগ দায়টা গিয়েছে রোহিতের ঘাড়েই। প্রবল সমালোচনায় বিদ্ধ তিনি। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে ভারতের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরের পুরোটায় হয়তো অধিনায়ক রোহিত শর্মাকে পাওয়া যাবে না। ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, অনেকেই বলছেন রোহিতে নাকি আস্থা হারাচ্ছে বোর্ড! তাই পুরো ক্যারিবিয়ান সফরে রাখা হচ্ছে না তাঁকে। সূত্রের খবর আইপিএল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর রোহিত নাকি ক্লান্ত। তাই নির্বাচকরা এ বার রোহিতের সঙ্গে কথা বলবেন এবং তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ভারত প্রথমে ২টি টেস্ট ম্যাচে খেলবে। তারপর শুরু হবে ৮ ম্যাচের সীমিত ওভারের সিরিজ। যার মধ্যে রয়েছে ৩টি ওডিআই ম্যাচ এবং ৫টি টি-২০ ম্যাচ। এখনও এই সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেনি বিসিসিআই। ২৮ জুন বেঙ্গালুরুতে শুরু হবে দলীপ ট্রফি। তার আগে, ২৭ জুন ক্যারিবিয়ান সফরের জন্য দল ঘোষণা করতে পারে বিসিসিআই। টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্ট অনুযায়ী, নির্বাচকরা চান ওয়েস্ট ইন্ডিজ সফরের কিছুটা সময় ভারত অধিনায়ক রোহিত শর্মা বিশ্রামে থাকুন। সূত্রের মতে, ‘আইপিএল এবং তারপর ইংল্যান্ডে হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রোহিতকে কিছুটা ক্লান্ত মনে হয়েছে। তাই নির্বাচকরা চান ওয়েস্ট ইন্ডিজ সফরের মধ্যে কিছুটা সময় তাঁকে বিশ্রাম দিতে। ফলে তিনি হয়তো টেস্ট সিরিজ বা আট ম্যাচের সাদা বলের সিরিজে নাও খেলতে পারেন। রোহিতের সঙ্গে নির্বাচকরা কথা বলবেন এবং তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’