ফাইনালে হারের ধকল! মাসখানেকের ছুটি পেয়ে বেড়াতে গেলেন রোহিত, জুটল ‘নির্লজ্জ’ তকমা


টানা দু’মাসের আইপিএলের ধকলের পর ১০ দিনের মধ্যে শুরু হয়ে যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তাই দম ফেলার ফুরসত ছিল না। পাঁচ দিনের WTC ফাইনালের পর আপাতত মাসখানেকের ছুটি পেয়েছে ভারতীয় দলের সদস্যরা।

Image Credit source: Instagram

কলকাতা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final 2023) ভারতের বিপর্যয়ে প্রচণ্ড হতাশ ক্রিকেট অনুরাগীরা। ওভালে ২০৯ রানের বড় ব্যবধানে লজ্জাজনক হারের পর ক্যাপ্টেন রোহিত শর্মার মুণ্ডপাত চলছে। টেস্ট ফরম্যাটে তাঁর ক্যাপ্টেন্সি নিয়ে চলছে কাঁটাছেঁড়া। পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল পর্যন্ত রোহিত আদৌ অধিনায়ক থাকবেন কি না তার নিশ্চয়তা নেই। এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, ওডিআই বিশ্বকাপের পর রোহিতের টেস্ট নেতৃত্বের ভবিষ্যৎ নির্ণয় করা হবে। তবে এসব কচকচানি থেকে এখন দূরে ভারতীয় দলের অধিনায়ক (Rohit Sharma)। স্ত্রী, কন্যা নিয়ে ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন। ফুরফুরে পোশাকে, বিচের ধারে সুন্দর সময় কাটাচ্ছেন রোহিত। তবে ক্যাপ্টেনকে ফুরফুরে মেজাজে দেখে অনেকেই মেজাজ ঠিক রাখতে পারেননি। নেটিজেনরা রোহিতের উদ্দেশে তোপ দেগে বলেছেন, “তোমার লজ্জা করে না।” Tv9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রোহিতের। ব্যাট হাতে তেমন ফর্মে নেই বেশ কিছুদিন ধরে। টানা দু’মাসের আইপিএলের ধকলের পর ১০ দিনের মধ্যে শুরু হয়ে যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তাই দম ফেলার ফুরসত ছিল না। পাঁচ দিনের WTC ফাইনালের পর আপাতত মাসখানেকের ছুটি পেয়েছে ভারতীয় দলের সদস্যরা। তাই রোহিত আর দেশে ফেরেননি। লন্ডন থেকে বিদেশের কোনও এক সুন্দর লোকেশনে ছুটি কাটাতে চলে গিয়েছেন। জায়গাটিতে দেখে মনে হচ্ছে কোনও এক ক্যাফেতে বসে রয়েছেন। শর্মা পরিবারের পোশাক দেখে নেটিজেনদের অনুমান, কোনও এক বিচে ছুটি কাটাচ্ছেন ভারতীয় দলের ক্যাপ্টেন।

রোহিতের ছবির কমেন্ট বক্সে মন্তব্যের ভরে গিয়েছে। রবীন্দ্র জাডেজা মজার ছলে লিখেছেন, “আমার স্টাইল কপি করে নিয়েছ। দেখতে ভালোই লাগছে।” হাজারো মন্তব্যের মধ্যে বেশিরভাগটাই নেতিবাচক। একজন লিখেছেন, “আপনার ভারতীয় সমর্থকদের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। সেসব বাদ দিয়ে ছুটি কাটাতে চলে গিয়েছেন। নির্লজ্জ।” অন্য একজনের মন্তব্য, “এমন লজ্জাজনক হারের পর কীভাবে ঘুরতে গেলেন আপনি?”



Leave a Reply