MLC : মার্কিন মুলুকের নয়া টি-২০ লিগে দল কিনেছে চেন্নাই সুপার কিংস। মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী মরসুমে খেলবে এই ফ্র্যাঞ্চাইজি খেলবে টেক্সাস সুপার কিংস (Texas Super Kings) নামে। সম্প্রতি এই ফ্র্যাঞ্চাইজি তাদের সাপোর্ট স্টাফদের নাম ঘোষণা করেছে।
Texas Super Kings: CSK-কে চ্যাম্পিয়ন বানানো ফ্লেমিংয়ের হাতে এ বার টেক্সাস সুপার কিংসের দায়িত্ব
নয়াদিল্লি : মার্কিন মুলুকের টি-২০ লিগ ঘিরে ক্রিকেট প্রেমীদের উত্তেজনা দিন দিন বাড়ছে। মেজর লিগ ক্রিকেটে (Major League Cricket) আইপিএলের (IPL) একাধিক ফ্র্যাঞ্চাইজি দল কিনেছে। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজিও রয়েছে এই ক্রিকেট লিগে। টেক্সাস সুপার কিংস (Texas Super Kings) নামে এমএলসিতে খেলবে চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংসকে ১৬তম আইপিএলে চ্যাম্পিয়ন বানানোর পেছনে বড় ভূমিকা রয়েছে কোচ স্টিফেন ফ্লেমিংয়ের (Stephen Fleming)। তাঁর উপরই এমএলসিতেও ভরসা রাখল চেন্নাই। সিএসকেকে চ্যাম্পিয়ন বানানোর পর এ বার টেক্সাস সুপার কিংসকে উদ্বোধনী মেজর লিগ ক্রিকেটের চ্যাম্পিয়ন বানানোর দায়িত্ব এখন প্রাক্তন কিউয়ি অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের। টেক্সাস সুপার কিংসের সাপোর্ট স্টাফদের বিস্তারিত তালিকা দেখুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং টিএসকের প্রধান কোচ হিসেবে যোগ দিচ্ছেন এবং তাঁর সহকারীর দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার এরিক সিমন্স। গ্রেগরি কিংকে ফ্র্যাঞ্চাইজির স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে মনোনীত করা হয়েছে। লক্ষ্মী নারায়ণন হাই-পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে দলে যোগ দিয়েছেন এবং টমি সিমসেককে দলের ফিজিওথেরাপিস্ট হিসেবে নেওয়া হয়েছে।
— Texas Super Kings (@TexasSuperKings) June 15, 2023
রাসেল রাধাকৃষ্ণন, যিনি বছরের পর বছর ধরে CSK টিমের পরিচালনা করে চলেছেন তাঁকেই TKS এর টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী মরসুমের উদ্বোধনী ম্যাচ হবে ১৩ জুলাই। সেই ম্যাচে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সহ-মালিকানাধীন লস অ্যাঞ্জেলিস নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবে টেক্সাস সুপার কিংস।
Y’all! Are you Texcited? ‘Cuz we are! 🤩#WhistleForTexas #RaringToGo #MLC@MLCricket pic.twitter.com/kIT1WUfREj
— Texas Super Kings (@TexasSuperKings) June 12, 2023
উদ্বোধনী মেজর লিগ ক্রিকেটে মোট ৬টি দলকে খেলতে দেখা যাবে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয়টি দল হল — টেক্সাস সুপার কিংস, লস অ্যাঞ্জেলিস নাইট রাইডার্স, MI নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো ইউনিকর্নস, সিয়াটেল অরকাস এবং ওয়াশিংটন ফ্রিডম।