এক পোস্টে ৯ কোটি টাকা! বিনোদনের ইনস্টা-টুইটারেও প্রচুর রোজগার কোহলির


ক্রিকেট ছাড়া নিজস্ব ব্যবসা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং বিজ্ঞাপন থেকে মোটা টাকা আয় করেন বিরাট কোহলি।

Image Credit source: Twitter

কলকাতা: ইনস্টাগ্রামে ২৫০ মিলিয়নের বেশি ফলোয়ার্স। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির পর ক্রীড়াবিদদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার বিরাট কোহলির। এই ফোটো, ভিডিয়ো শেয়ারিং অ্যাপ থেকে কোহলির রোজগার শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। সম্প্রতি স্টকজিও ফিচার নামে একটি বিজনেস পত্রিকা বিরাট কোহলির (Virat Kohli) সম্পত্তির পরিমাণ, বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট, ইনস্টাগ্রাম, টুইটার থেকে তাঁর আয় প্রভৃতি প্রকাশ্যে এনেছে। ওই পত্রিকার দাবি অনুযায়ী, বিরাটের সম্পত্তির পরিমাণ ছাড়িয়েছে ১০০০ কোটি টাকা। ক্রিকেট ছাড়া নিজস্ব ব্যবসা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং বিজ্ঞাপন থেকে মোটা টাকা আয় করেন তিনি। ১টা ইনস্টাগ্রাম পোস্ট থেকে বিরাটের আয় সম্পর্কে জেনে ভিরমি খাওয়া জোগাড় সাধারণ মানুষের। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

স্টকজিও-র কভার বলছে, বিরাট কোহলি প্রতি ইনস্টাগ্রাম পোস্টের জন্য আয় করেন ৮.৯ কোটি টাকা। টুইটারে এই সংখ্যাটা ২.৫ কোটি টাকা। ভারতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে বছরে ৭ কোটি টাকা আয় করেন। টেস্ট ম্যাচের জন্য ১৫ লাখ, ওডিআই ম্যাচের জন্য ৬ লাখ, টি-২০ ম্যাচের জন্য ৩ লাখ টাকা পান। এছাড়া আইপিএলে বছরে ১৫ কোটি টাকা রোজগার। বিরাট মোট ১৮টি ব্র্যান্ড এনডোর্স করেন। সেখান থেকে দিন প্রতি রোজগার ৭.৫ কোটি থেকে ১০ কোটি টাকা। রয়েছে দুটি আলাদা নামের রেঁস্তরা চেইন, তিনটি ক্লোদিং ব্র্যান্ড। এছাড়া আইএসএল ক্লাব এফসি গোয়ায় শেয়ার, প্রো রেসলিং লিগের দলেও রয়েছে শেয়ার। মোট আটটি স্টার্টআপ রয়েছে বিরাটের। যেগুলি থেকে কোটি কোটি টাকার রিটার্ন পান।

জাতীয় দলের প্রাক্তন অধিনায়কের মোট দুটি বাড়ি রয়েছে। একটি মুম্বই ও অন্যটি গুরুগ্রামে।  মুম্বইয়ের বাড়ির দাম ৩৪ কোটি টাকা। গুরুগ্রামের বাড়ির দাম ৮০ কোটি টাকা। বাড়িতে অডি, বিএমডব্লিউ, ফরচুনারের মতো লাক্সারি গাড়ির ছড়াছড়ি। মোট ৩১ কোটি টাকার গাড়ি রয়েছে তাঁর।

Leave a Reply