জানালা খুললেই আইফেল টাওয়ার, এক রাত কাটাতে কত খরচ শুভমনের?


TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Jun 18, 2023 | 7:20 PM

Shubman Gill at Paris : ভারতীয় টিমের ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে এখনও দেরি রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর যে কারণে ভারতীয় ক্রিকেটাররা চুটিয়ে ছুটি উপভোগ করছেন। প্রেমের শহর প্যারিসে ছুটি কাটাচ্ছেন শুভমন গিল। তিনি সেখানে রয়েছেন আইফেল টাওয়ারের সামনের এক হোটেলে। সেখানে এক রাত কাটাতে কত খরচ পড়ছে শুভমনের?

Jun 18, 2023 | 7:20 PM

ওভালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) এখন অতীত। রোহিত শর্মা, শুভমন গিল (Shubman Gill), অক্ষর প্যাটেলের মতো একাধিক ভারতীয় ক্রিকেটার এখন ভ্যাকেশন মোডে রয়েছেন। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

ওভালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) এখন অতীত। রোহিত শর্মা, শুভমন গিল (Shubman Gill), অক্ষর প্যাটেলের মতো একাধিক ভারতীয় ক্রিকেটার এখন ভ্যাকেশন মোডে রয়েছেন। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমন গিল এখন প্যারিসে ছুটি কাটাচ্ছেন। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমন গিল এখন প্যারিসে ছুটি কাটাচ্ছেন। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

লিওনেল মেসির পুরনো ক্লাব পিএসজির পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয় গিলকে। তাঁকে ৭ নম্বর ও গিল লেখা একটি জার্সি উপহার দিয়েছে পিএসজি। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

লিওনেল মেসির পুরনো ক্লাব পিএসজির পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয় গিলকে। তাঁকে ৭ নম্বর ও গিল লেখা একটি জার্সি উপহার দিয়েছে পিএসজি। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

প্রেমের শহর প্যারিসের আনাচে-কানাচে ঘুরছেন শুভমন। পিএসজির ঘরের মাঠেও গিয়েছিলেন গিল। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

প্রেমের শহর প্যারিসের আনাচে-কানাচে ঘুরছেন শুভমন। পিএসজির ঘরের মাঠেও গিয়েছিলেন গিল। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

শুভমন গিল যে প্যারিসে রয়েছেন তা তাঁর ইন্সটাগ্রামে ঢুঁ মারলেই বোঝা যায়। তাঁর ইন্সটাগ্রাম স্টোরি দেখে বোঝা গিয়েছে আইফেল টাওয়ারের সামনে এক হোটেলে থাকছেন (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

শুভমন গিল যে প্যারিসে রয়েছেন তা তাঁর ইন্সটাগ্রামে ঢুঁ মারলেই বোঝা যায়। তাঁর ইন্সটাগ্রাম স্টোরি দেখে বোঝা গিয়েছে আইফেল টাওয়ারের সামনে এক হোটেলে থাকছেন (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

প্যারিসে গিলের হোটেলের জানালা খুললেই আইফেল টাওয়ারের দর্শন পাওয়া যায়। সেই ছবিও ইন্সটাগ্রামে শেয়ার করেছেন গিল। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

প্যারিসে গিলের হোটেলের জানালা খুললেই আইফেল টাওয়ারের দর্শন পাওয়া যায়। সেই ছবিও ইন্সটাগ্রামে শেয়ার করেছেন গিল। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

আইফেল টাওয়ারের সামনে যে বিলাসবহুল হোটেলে থাকছেন শুভমন গিল, সেখানে এক রাত কাটাতে ৬.৩০ লক্ষ টাকা খরচ পড়ছে গিলের। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

আইফেল টাওয়ারের সামনে যে বিলাসবহুল হোটেলে থাকছেন শুভমন গিল, সেখানে এক রাত কাটাতে ৬.৩০ লক্ষ টাকা খরচ পড়ছে গিলের। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

প্যারিস ট্রিপ থেকে তাঁর খাওয়াদাওয়ার এক গুচ্ছ ছবি শেয়ার করেছেন শুভমন গিল। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

প্যারিস ট্রিপ থেকে তাঁর খাওয়াদাওয়ার এক গুচ্ছ ছবি শেয়ার করেছেন শুভমন গিল। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)


Leave a Reply