ট্রফি আর ভারতের মাঝে লেবানন, নির্ধারিত সময়ে ফল না হলে?


Hero Intercontinental Cup 2023: ইগর স্টিমাচ বলছেন, ‘জিততে পারলে দারুণ হত। অতীত ভুলে আমাদের এগিয়ে যেতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, গত ম্যাচে আমাদের রক্ষণ ভাগ অনবদ্য পারফর্ম করেছে। গোলও আসবে।’

Image Credit source: AIFF

ভুবনেশ্বর : আরও একটা ট্রফির সামনে ভারত। কয়েক সপ্তাহ আগে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছিল ভারতীয় ফুটবল দল। ত্রিদেশীয় সেই টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়েছিল। এ বার হিরো কন্টিনেন্টাল কাপের ফাইনালে। এর আগে ২০১৮ সালে কন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ম্যাচের বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ২-০ ব্যবধানে হারায়। ম্যাচে গোল দুটি করেছিলেন সাহাল আব্দুল সামাদ এবং ছাংতে। দ্বিতীয় ম্যাচে ভানুয়াতুকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। ম্যাচের শেষ দিকে একমাত্র গোলটি করেছিলেন অধিনায়ক সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে কেরিয়ারে ৮৬টি গোল করে অভিনব সেলিব্রেশন করেছিলেন সুনীল। সকলকে জানিয়েছেন তাঁর আনন্দের কথা। শীঘ্রই বাবা হতে চলেছেন ভারতীয় ফুটবলের আইকন।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেবাননের বিরুদ্ধে খেলেছিল ভারত। ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে কিছুটা এগিয়ে রয়েছে লেবানন। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। প্রথম দু-ম্যাচ জিতলেও লেবানন ম্যাচটা যে সহজ হবে না, ভারতীয় শিবির ভালো ভাবেই জানতো। ম্যাচের আগে ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগর স্টিমাচ সে কথাই জানিয়েছিলেন।

লেবাননের বিরুদ্ধে বেশ কিছু সুযোগ তৈরি হলেও গোল করতে পারেনি ভারত। অধিনায়ক সুনীল ছেত্রী অবশ্য ম্যাচের শেষ দিকে নামেন। ফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় তরুণ ফুটবলারদের দেখে নেওয়ার সুযোগ ছিল স্টিমাচের কাছে। সেটাই করেছিলেন কোচ। গোল করতে না পারলেও, গোল খায়নি ভারত।

আজ কন্টিনেন্টাল কাপের ফাইনালে ফের লেবাননের বিরুদ্ধেই নামছে ভারত। এই ম্যাচে শক্তিশালী দলই নামাবেন স্টিমাচ। শুরু থেকেই খেলতে পারেন ক্যাপ্টেন সুনীল ছেত্রী। সন্ধে ৭.৩০ থেকে ভারত বনাম লেবানন ম্যাচ। দেখা যাবে স্টার স্পোর্টস, ডিজনি প্লাস হটস্টার এবং জিও টিভিতে।

উদ্বোধনী হিরো কন্টিনেন্টাল কাপ, ২০১৮ সালে ফাইনালে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এ বার আরও বেশি শক্তিশালী প্রতিপক্ষ। ফিফা ক্রমতালিকায় ভারতের চেয়ে এগিয়ে থাকা লেবানন। নির্ধারিত সময়ে ম্যাচ শেষ না হলে অতিরিক্ত সময় খেলা হবে। সেখানেও ম্যাচের ফয়সালা না হলে পেনাল্টি শুটআউট।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেবাননের বিরুদ্ধে গোলশূন্য ড্র প্রসঙ্গে ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ বলছেন, ‘জিততে পারলে দারুণ হত। অতীত ভুলে আমাদের এগিয়ে যেতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, গত ম্যাচে আমাদের রক্ষণ ভাগ অনবদ্য পারফর্ম করেছে। গোলও আসবে।’

Leave a Reply