রবিবার থেকে জিম্বাবোয়েতে শুরু হচ্ছে ২০২৩ ওডিআই বিশ্বকাপের বাছাইপর্ব। চলবে ৯ জুন পর্যন্ত। চারটি ভেনু বুলায়েও ও হারারেতে হবে এই প্রতিযোগিতা।
Image Credit source: Twitter
কলকাতা: বছর শেষে ভারতের মাটিতে আইসিসি ওডিআই বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। ভারত-সহ আটটি দল বিশ্বকাপের মূলপর্বে জায়গা পেয়েছে। বাকি রয়েছে দুটি স্থান। ওই দুটি স্থানের জন্য লড়াই হবে ১০টি দলের মধ্যে। রবিবার, ১৮ জুন থেকে শুরু হচ্ছে আইসিসি ওডিআই বিশ্বকাপের বাছাইপর্ব। এই দশটি টিমের মধ্যে রয়েছে অতীতে ওডিআই বিশ্বকাপ জেতা টিম ওয়েস্ট ইন্ডিজ (West Indies) এবং শ্রীলঙ্কাও (Sri Lanka)। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে হলে বাছাই পর্বের মাধ্যমে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ছাড়া বাকি টিমগুলি হল আয়ারল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী, মার্কিন যুক্তরাষ্ট্র ও জিম্বাবোয়ে। বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
১০টি দলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। গ্রুপ এ ও গ্রুপ বি। পাঁচটি করে দল থাকবে একটিতে। মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে, নেপাল এবং নেদারল্যান্ডস রয়েছে গ্রুপ ‘এ’-তে। গ্রুপ ‘বি’-তে রয়েছে স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহি, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং ওমান। গ্রুপ স্টেজের পর সুপার সিক্স পর্ব শুরু হচ্ছে ২৯ জুন থেকে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি করে টিম সুপার সিক্সে খেলবে। এরপর রয়েছে ফাইনাল। যদিও সেটা শুধুমাত্র ট্রফির জন্য। পয়েন্টের হিসেবে শীর্ষ দুটি টিম ওডিআই বিশ্বকাপের জন্য ছাড়পত্র আদায় করতে পারবে।
দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের অভিযান শুরু হচ্ছে আজ, রবিবার থেকে। প্রতিপক্ষ আমেরিকা। ১৯৯৬ সালের ওডিআই বিশ্ব চ্যাম্পিয়ন ১৯ জুন খেলবে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। একইদিনে একইসময়ে মাঠে নামছে আয়োজক জিম্বাবোয়ে ও নেপাল। ১০টি দল হলেও নিঃসন্দেহে নজরে থাকবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। দুটি বিশ্বের প্রথম সারির ক্রিকেট খেলিয়ে দেশ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন পর্বে এগিয়ে থাকবে। যোগ্যতা অর্জন না করতে পারলে সেটাই হবে অঘটন।
কোথায় দেখা যাবে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলি
বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলির সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে। লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে।