পিতৃ দিবসেও ইলিশ-চিংড়ি ধুন্ধুমার! সবুজ মেরুনের টুইটে ক্ষেপে লাল ইস্টবেঙ্গল সমর্থকরা


Mohun Bagan vs East bengal : ক্যাপশন দেখে ভড়কে গিয়েছেন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা। তাঁদের অনুমান,  লাল হলুদকে কটাক্ষ করে এমন পোস্ট করা হয়েছে!

Image Credit source: Twitter

কলকাতা: বাবা’দের জন্য সমর্পিত একটা দিন। আজ, ১৮ জুলাই সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে পিতৃ দিবস। তবে এই সোশ্যাল মিডিয়া আজকাল দিনটিকে অন্য অর্থে ব্য়বহার করে। বিশেষ করে প্রবল প্রতিদ্বন্দ্বীরা একে অপরকে কটাক্ষ করতে দিনটির উল্লেখ করে থাকেন। ফাদার্স ডে-র ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে দিয়ে ঠিক তেমনই এক টুইট দেখা গেল মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) টুইটার হ্যান্ডেলে। রবিবার সকালে সবুজ মেরুনের টুইটার পেজে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। ভিডিয়োটি হল আইএসএলে খেলা ছয়টি কলকাতা ডার্বির। পোস্টের ক্যাপশনে লেখা, “এই পিতৃ দিবসে আরাম করে বসে হিরো আইএসএলের ৬টি কলকাতা ডার্বিতে মোহনবাগানের জয় উপভোগ করুন।” শুধুমাত্র ভিডিয়োটি টুইট করলে সমস্যা ছিল না। কিন্তু ক্যাপশন দেখে ভড়কে গিয়েছেন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা। তাঁদের অনুমান,  লাল হলুদকে কটাক্ষ করে এমন পোস্ট করা হয়েছে! নয়তো ফাদার্স ডে’র সঙ্গে ফুটবলের কী সম্পর্ক? প্রশ্ন তাঁদের।

কলকাতা ময়দানের এই দুই ক্লাবের প্রতিদ্বন্দ্বিতা সর্বজনবিদিত। ফুটবল মাঠে একে অপরের বিরুদ্ধে নামলে দু’ভাগ হয়ে যায় তিলোত্তমা। ফাদার্স ডে-র দিন আইএসএলে তাদের সবকটি ডার্বি জয়ের ভিডিয়ো পোস্ট করা হয় মোহনবাগানের তরফে। সঙ্গে প্রবল প্রতিদ্বন্দ্বীদের খোঁচা দেওয়া ক্যাপশন। যা দেখে রীতিমতো ধুন্ধুমার বেঁধে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মোহনবাগান সমর্থকরা, পেজের অ্যাডমিনের রসবোধ এবং বুদ্ধির তারিফ করেছেন। একজন লিখেছেন, “এতো ভয়ানক পোস্ট। অ্যাডমিনের প্রশংসা করতেই হবে।” অন্যদিকে ইস্টবেঙ্গল সমর্থকরাও ছেড়ে কথা বলেননি। সব মিলিয়ে সপ্তাহান্তে সোশ্যাল মিডিয়ায় ‘আমনে সামনে’ ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা।

কলকাতা ডার্বির ইতিহাস বহু পুরনো। তবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মাত্র ছয় বার মুখোমুখি হয়েছে। এই হাফ ডজন সাক্ষাতে প্রতিবারই শেষ হাসি হেসেছে মোহনবাগান। গত ২৫ ফেব্রুয়ারি দুটি দল আইএসএলে শেষবার মুখোমুখি হয়েছিল। যুবভারতীতে ম্যাচটি ২-০ গোলে জিতেছিল সবুজ মেরুন। টানা ছয়টি ডার্বিতে জয়ের রেকর্ড গড়েছে সবুজ মেরুন।



Leave a Reply